
কর্ণাটকের বিধানসভা নির্বাচনের সময় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল বিজেপি। সেই মামলায় এবার স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটি মুলিতুবি থাকবে।
কর্ণাটকের নির্বাচনের সময় রাজ্যের স্থানীয় সংবাদপত্রগুলিতে বিজেপির বিরুদ্ধে 'মিথ্যা' এবং 'অবমাননাকর' বিজ্ঞাপন দেওয়ার মামলায় ২০২৪ সালের জুন মাসে রাহুলকে জামিন দিয়েছিল বেঙ্গালুরু ম্যাজিস্ট্রেট আদালত। এরপর মামলাটি খারিজের আবেদন করেন কংগ্রেস সাংসদ। তার প্রেক্ষিতেই বিচারপতি এম নাগাপ্রসন্নের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সমস্ত পাবলিক কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এই নিয়ে কংগ্রেসের তরফে স্থানীয় জনপ্রিয় সংবাদ পত্রিকা গুলিতে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। বিজেপি এমএলসি এবং সাধারণ সম্পাদক কেশব প্রসাদ এই নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তাদের দাবি ছিল, এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
সেই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে মামলা রজু হয়। সেই মামলায় ২০২৪ সালের ১ জুন সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারকে জামিন দেয় স্পেশাল ম্যাজিস্ট্রেট কেএন শিবকুমার। এবং রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতের সেই নির্দেশ মেনে ২০২৪ সালের ৭ জুন, সকালে বেঙ্গালুরু আদালতে সশরীরে হাজিরা দেন রাহুল গান্ধী। এরপর তাঁর জামিন মঞ্জুর করেছিলে বেঙ্গালুরু আদালত। এবার সেই মামলায় স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন