Karnataka: মন্দির ভাঙা নিয়ে বিধানসভায় বিরোধীদের তোপের মুখে বিজেপি

শাসক বিজেপির আনা দি কর্নাটক রিলিজিয়াস স্ট্রাকচার (প্রোটেকশন) বিল ২০২১ নিয়ে আজ মঙ্গলবার বিধানসভায় হৈ চৈ বাধাতে পারে বিরোধী কংগ্রেস।
কর্ণাটক বিধানসভা
কর্ণাটক বিধানসভাফাইল ছবি সংগৃহীত
Published on

শাসক বিজেপির আনা দি কর্নাটক রিলিজিয়াস স্ট্রাকচার (প্রোটেকশন) বিল ২০২১ নিয়ে আজ মঙ্গলবার বিধানসভায় হৈ চৈ বাধাতে পারে বিরোধী কংগ্রেস।

কংগ্রেস নিয়মিত বাজার দরের বৃদ্ধি নিয়ে সরব। সিদ্দারামাইয়া বলেছেন 'ক্রিমিনাল লুট' হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই শব্দটি ব্যবহার করেছিলেন ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বে থাকাকালীন মুদ্রাস্ফীতির প্রসঙ্গে।

দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে গরুর গাড়ি ও সাইকেল যাত্রা নিয়ে উৎসাহিত কংগ্রেস কোমর বাঁধছে হিন্দুত্বের প্রতি বিজেপির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার জন্য।

মন্দির ভাঙা নিয়ে সকলের এমনকি হিন্দুত্ববাদীদেরও চাপের মুখে বিজেপি সরকার মুখ বাঁচাতে নতুন বিল গতকাল পেশ করে। এর লক্ষ্য সুপ্রিম কোর্টের আদেশে উচ্ছেদের সম্মুখীন অবৈধ মন্দির, মসজিদ, গির্জাগুলিকে রক্ষা।

রাজ্যে প্রায় ৬৩০০টি এমন অবৈধ ধর্মীয় স্থান আছে যা বিনা অনুমতিতে গড়ে উঠেছে জনগণের জায়গায়। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের আনা বিলে ভবিষ্যতে এই ধরণের কাঠামো নির্মাণে নিষেধাজ্ঞারও সংস্থান রাখা হয়েছে।

এদিকে ভেঙে ফেলা মন্দিরটির পুনর্নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।নাইসুরু জেলা প্রশাসনকে নোটিশ দিয়েছে রাজ্য সরকার।

মন্দির ভাঙা নিয়ে বোম্মাইকে প্রাণনাশের হুমকি দেওয়ায় মাঙ্গালুরু পুলিশ অখিল ভারত হিন্দু মহাসভার আটজনের নামে অভিযোগ দায়ের করেছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in