Karnataka: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ - তদন্ত চেয়ে মামলা দায়ের

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত চেয়ে মামলা দায়ের হলো আদালতে। গত ৪ জুন সমাজকর্মী টি জে আব্রাহাম মামলা দায়ের করেছেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাফাইল ছবি সংগৃহীত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত চেয়ে মামলা দায়ের হলো আদালতে। বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত, যেখানে নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে মামলার শুনানি হয়, সেখানে গত ৪ জুন সমাজকর্মী টি জে আব্রাহাম মামলা দায়ের করেছেন। আদালত এই মামলা গ্রহণ করে ১০ জুন শুনানির দিন ধার্য করেছিল। কিন্তু ওই দিন অভিযোগকারী হাজির না হওয়ায় আগামী ৩০ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

২০২০ সালে এক বেসরকারি সংস্থাকে সরকারি হাউসিং প্রজেক্ট বাস্তবায়নের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অর্থ পাচার ও ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় আরো এক মন্ত্রীর নাম, এক সরকারি উচ্চপদস্থ আধিকারিকের নাম ও ইয়েদুরাপ্পার পরিবারের চার সদস্যের নাম জড়িয়েছে।

আব্রাহামের দায়ের করা মামলায় বি এস ইয়েদুরাপ্পা, মন্ত্রী এস টি সোমশেখর, আইএএস অফিসার জি সি প্রকাশ, ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই ইয়েদুরাপ্পা, নাতি শশিধর মারাদি, জামাই বিরুপাক্ষপ্পা ইয়ামকনামারদী এবং এক আত্মীয় সঞ্জয় শ্রীর নাম রয়েছে।

গত বছরও বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এই একই অভিযোগের তদন্তের দাবিতে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ দায়ের করেছিলেন আব্রাহাম। সূত্রের খবর, ইডির কাছে দায়ের করা অভিযোগের লাইনেই বেঙ্গালুরু আদালতে অভিযোগ দায়ের করেছেন আব্রাহাম।ূূ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in