Uttar Pradesh: কানওয়ার যাত্রা বিশ্বাসের, তা হবেই - রাজ্যের কোভিড নিয়ন্ত্রণ পদ্ধতি মজবুত: মন্ত্রী

তিনি বলেন, "আমরা একদিনে আড়াই লক্ষ ব‍্যক্তির করোনা পরীক্ষা করেছি। একদিনে ৮ থেকে ৯ লাখ টিকাকরণ করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস, কোভিড প্রোটোকল রক্ষা করতে সক্ষম হবো আমরা।"
Uttar Pradesh: কানওয়ার যাত্রা বিশ্বাসের, তা হবেই - রাজ্যের কোভিড নিয়ন্ত্রণ পদ্ধতি মজবুত: মন্ত্রী
ফাইল ছবি

কানওয়ার যাত্রা বিশ্বাস ও পরম্পরার বিষয়। তাই এই যাত্রা অনুষ্ঠিত হবে। করোনা আবহেই কানওয়ার যাত্রার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের কাছে ধমক খাওয়ার পরেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলো উত্তরপ্রদেশ সরকার।

বুধবার সকালেই কানওয়ার যাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত। শুক্রবারের আগে যোগী সরকারের কাছ থেকে জবাব তলব করেছে আদালত। ওইদিনই সন্ধ‍্যায় রাজ‍্যের স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী জয় প্রতাপ সিং একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, "যখন পরবর্তী শুনানি হবে তখন আদালতকে জবাব দেব আমরা। আদালতের সমস্ত গাইডেন্স এবং ইন্সট্রাকশন অনুসরণ করবো আমরা। একই সাথে, কানওয়ার যাত্রা আমাদের পরম্পরা। প্রতি বছর হয় এটা। এই বছরও আমরা এই যাত্রার অনুমতি দিয়েছি কারণ আমাদের কোভিড নিয়ন্ত্রণ পদ্ধতিতে দৃঢ় বিশ্বাস আছে আমাদের।"

তিনি বলেছেন, "এই যাত্রা আজ প্রথম হচ্ছে না। বহু বছর ধরে হয়ে আসছে। এই যাত্রা কখনো বন্ধ করা হয়নি। এটা একটি ঐতিহ্যবাহী ব‍্যবস্থা এবং বিশ্বাসের বিষয়। তাই আগেও এর ওপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।"

আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উত্তরাখণ্ড সরকার এই বছর কানওয়ার যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মন্ত্রী বলেছেন, "উত্তরাখণ্ড সরকার যা করেছে সেটা তাঁদের ইচ্ছে। তবে সমস্ত রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উত্তরপ্রদেশ সরকার এই যাত্রা করাবে। আমরা ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিভিন্ন কানওয়ার সংগঠনের সাথে যোগাযোগ করেছি।"

তিনি বলেন, "আমরা একদিনে আড়াই লক্ষ ব‍্যক্তির করোনা পরীক্ষা করেছি। একদিনে ৮ থেকে ৯ লাখ টিকাকরণ করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস, কোভিড প্রোটোকল রক্ষা করতে সক্ষম হবো আমরা।"

তিনি জানিয়েছেন, কানওয়ার যাত্রীদের RT-PCR এবং অ‍্যান্টিজেন টেস্টের জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা করা হবে। প্রত‍্যেক যাত্রীকে তাঁদের কাছের স্বাস্থ্য কেন্দ্র থেকে এই টেস্ট করিয়ে, টেস্টের রিপোর্ট নিয়ে যাত্রায় অংশগ্রহণ করতে হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in