J & K: ঘৃণাসূচক মন্তব্য - প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর, দলীয় স্তরে শোকজ

BJPর পক্ষ থেকে প্রাক্তন বিধায়ককে শোকজের পাশাপাশি J & K পুলিশের পক্ষ থেকে তিরকুটা পুলিশ থানায় বিক্রম রণধাওয়ার বিরুদ্ধে সম্প্রদায়গত বিভেদ ছড়ানোর জন্য ঘৃণাসূচক মন্তব্য করার অভিযোগে FIR দায়ের করা হয়েছে।
বিক্রম রণধাওয়াকে গ্রেপ্তারের দাবিতে জম্মুতে বিক্ষোভ, বিক্রম রণধাওয়া
বিক্রম রণধাওয়াকে গ্রেপ্তারের দাবিতে জম্মুতে বিক্ষোভ, বিক্রম রণধাওয়াছবি আরিফ কুরেশির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

জম্মু ও কাশ্মীরে দলের প্রাক্তন বিধায়ককে শো কজ করলো বিজেপি। বিক্রম রণধাওয়া নামের প্রাক্তন ওই বিজেপি বিধায়ককে তাঁর ঘৃণাসূচক মন্তব্যের কারণে শোকজ করা হয়েছে। দলীয় শোকজ ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশ প্রাক্তন এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

সোমবার বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক ও দলীয় নেতা বিক্রমকে। উল্লেখ্য, এর আগেও একই ধরণের ঘৃণাসূচক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে শোকজ জারি করেছিলো বিজেপি। যে শোকজের এখনও পর্যন্ত কোনো উত্তর দেননি প্রাক্তন বিজেপি বিধায়ক। ফলে সেই বিষয়ের মীমাংসা এখনও হয়নি।

বিজেপির পক্ষ থেকে প্রাক্তন বিধায়ককে শোকজের পাশাপাশি জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে তিরকুটা পুলিশ থানায় বিক্রম রণধাওয়ার বিরুদ্ধে হিংসা ছড়ানো এবং সম্প্রদায়গত বিভেদ ছড়ানোর জন্য ঘৃণাসূচক মন্তব্য করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র অনুসারে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা ২৯৫-এ এবং ৫০৫(২) অনুসারে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি এক সম্প্রদায়কে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য করেন প্রাক্তন বিজেপি বিধায়ক বিক্রম। প্রকাশ্যে প্রতিশোধ নেবার কথা বলেন তিনি। তাঁর বক্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও এবারই প্রথম নয়। এর আগেও এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই ধরণের একাধিক অভিযোগ উঠেছে। যে ঘটনায় অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি জম্মু ও কাশ্মীরের সভাপতি রবীন্দর রায়না জানান, বিক্রম রণধাওয়ার এই মন্তব্যের সঙ্গে দল সহমত নয়। তাঁর এই মন্তব্য দলীয় নীতি বিরোধী।

এর আগে বিক্রম রণধাওয়ার ওই ভিডিও ট্যুইটারে শেয়ার করে পিডিপি নেতা নাসিম আখতার বিজেপি নেতার শাস্তি দাবি করেছিলেন। পিডিপি সভাপতি মেহবুবা মুফতি জানতে চান এখনও কেন ওই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

- with Agency Inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in