
কেন্দ্রের থেকে মৌখিক আশ্বাস পাওয়ার পর ৫৫ দিন পর আমরণ অনশন ভাঙলেন কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল। সেই সঙ্গে অনশন ভাঙেন আরও ১২১ জন কৃষক। আগামী ১৪ ফেব্রুয়ারি কৃষক সংগঠনগুলোর সঙ্গে মুখোমুখি বসতে চাওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। এরপরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
গতবছর ২৬ নভেম্বর থেকে খানাউড়ি সীমানায় আমরণ অনশনে বসেন ৬৭ বছরের কৃষক নেতা জগজিৎ সিং ডালেওয়াল। এরপরে ১৫ জানুয়ারি তাঁর সঙ্গে যোগ দেন ১১১ জন কৃষক। ১৭ জানুয়ারি খানাউড়ি সীমান্তে হরিয়ানার আরও ১০ জন কৃষক অনশনে যোগ দেন। পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মনদীপ সিং সিধু এবং পাটিয়ালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নানক সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন কৃষকেরা।
শনিবার খানাউড়ি সীমান্তে গিয়েছিলেন ভারতের বন পরিষেবা আধিকারিক তথা কৃষি ও কৃষক কল্যাণ দফতরের যুগ্মসচিব প্রিয় রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রের এক প্রতিনিধি দল। সীমানা পর্যবেক্ষণের পর অনশনরত কৃষক নেতা ডালেওয়ালের সঙ্গেও দেখা করেন তাঁরা। এরপরেই কেন্দ্রের তরফ থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে মুখোমুখি আলোচনার আশ্বাস দেওয়া হয়।
কেন্দ্রের আশ্বাস মেলার পর চিকিৎসা নিতেও রাজি হয়েছেন কৃষকেরা। চিকিৎসক আশিস কুমার জানিয়েছেন, ১৪ জানুয়ারি অনশনরত কৃষকদের রক্ত পরীক্ষা করা হয়। রিপোর্টে জানা যায়, রক্তে উচ্চ মাত্রায় রয়েছে কিটোন। যার জেরে গ্লুকোজের খামতি পড়েছে। পাটিয়ালার সরকারি রাজীন্দ্র হাসপাতালের চিকিৎসক জানান, ‘এখনও পর্যন্ত আমরা কৃষক নেতাকে শুধুমাত্র IV দিচ্ছি। আমরা দু-এক দিনের মধ্যে রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে আমরা ঘাটতি পূরণের চেষ্টা করব’। ইতিমধ্যেই একটি মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রের প্রস্তাবিত খসড়া নীতি অনুযায়ী, কৃষি ব্যবসায়ী, কর্পোরেটরা একটি মাত্র লাইসেন্সে দেশের যে কোনও জায়গায় ব্যবসা করতে পারবেন এবং সরাসরি কৃষকদের থেকে ফসল কিনতে পারবেন। এর বিরুদ্ধেই আন্দোলন করছেন কৃষকরা।
সারা ভারত কৃষক সভার সহ সভাপতি হান্নান মোল্লার অভিযোগ, কেন্দ্র সরকার সংসদে আলোচনা না করেই এই নীতি চালু করতে চাইছে। যা তিন কৃষি আইনের থেকেও বেশি বিপজ্জনক। এই প্রস্তাবিত নীতির কারণে কৃষকদের জন্য সংরক্ষিত বাজার ব্যবস্থার (এপিএমসি) গুরুত্ব হারাবে এবং ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইন কার্যত বিলুপ্ত হয়ে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন