স্বাস্থ্যের কারণে ভারভারা রাও-এর অন্তর্বর্তীকালীন জামিন মুম্বাই হাইকোর্টে

ভারভারা রাও
ভারভারা রাওফাইল ছবি সংগৃহীত
Published on

মুম্বাই হাইকোর্টে অবশেষে জামিন পেলেন ভারভারা রাও। শারীরিক অসুস্থতার কারণে বর্ষীয়ান এই কবির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ৬ মাস তিনি জামিনে মুক্ত থাকবেন। এরপর হয় তাঁকে আত্মসমর্পণ করতে হবে অথবা জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে। তাঁর জামিনের শর্ত হিসেবে জানানো হয়েছে তিনি মুম্বাইতেই থাকবেন এবং যখনই তদন্তের প্রয়োজনে তাঁকে ডাকা হবে তিনি হাজিরা দেবেন।

ভীমা কোরেগাঁও কান্ডে গত ২৮ আগস্ট, ২০১৮ থেকে বন্দী ছিলেন ভারভারা রাও। এদিন আদালতে ভারভারা রাওয়ের জামিন প্রসঙ্গে বিচারপতি জানান – যদি ভারভারা রাওকে এই শারীরিক অবস্থায় জামিন না দেওয়া হয় সেক্ষেত্রে তা মানবাধিকার লঙ্ঘনের সমান হবে। প্রতিটি নাগরিকরেই তাঁর জীবন এবং স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

উল্লেখ্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৪৯ দিন হাসপাতালে ছিলেন ভারভারা রাও। একথা আদালতে জানিয়েছিলেন ভারভারা রাওয়ের আইনজীবী ইন্দিরা জয় সিং।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in