

স্বাধীনতা দিবসের একদিন পরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণের পথে হাঁটলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম। গতকাল ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ উল্লেখ করে এক তির্যক ট্যুইটে চিদাম্বরম জানান – আনন্দে থাকুন। দেশের জিডিপির থেকেও প্রতি বছর পরিকল্পনা দ্রুত গতিতে বাড়ছে।
গতকাল প্রধানমন্ত্রী ঘোষণা করেন ১০০ লক্ষ কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট প্রোগ্রাম ‘গতিশক্তি’। দাবি করা হয়েছে এই পরিকল্পনার ফলে দেশে শিল্পোৎপাদন বাড়বে এবং কর্মসংস্থান গতিপ্রাপ্ত হবে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করে কংগ্রেস নেতা জানান – ১৫ আগস্ট ২০১৯-এ প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন ১০০ লক্ষ কোটি টাকার মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের। ১৫ আগস্ট ২০২০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রোজেক্ট এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যে প্রকল্পে খরচ হবে ১০০ লক্ষ কোটি টাকা। ১৫ আগস্ট ২০২১-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০ লক্ষ কোটির গতিশক্তি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানের ঘোষণা করলেন।
চিদাম্বরম তাঁর ওই ট্যুইট বার্তায় জানান, তিনবার ভারতের ওপর আশীর্বাদ বর্ষিত হয়েছে। আগামীর জন্য এখন আমাদের সামনে ৩০০ লক্ষ কোটির পরিকল্পনা। ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনা নিয়ে আনন্দে থাকুন। কারণ জিডিপির থেকেও দ্রুত গতিতে বাড়ছে পরিকল্পনার বহর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন