

গুজরাটের এক গুটখা ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১০০ কোটিরও বেশি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করলো আয়কর দপ্তর। গত ১৬ নভেম্বর থেকে আহমেদাবাদের ওই ব্যবসায়ীর সাথে সম্পর্কিত প্রায় ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের কর্মকর্তারা। সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। তবে ব্যবসায়ীর নাম প্রকাশ করা হয়নি ওই বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে ৭.৫ কোটি টাকার নগদ অর্থ এবং ৪ কোটি টাকার গয়না উদ্ধার করেছেন। এছাড়াও বিভিন্ন অপরাধমূলক নথি, লেনদেন সংক্রান্ত তথ্যও বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দফতর জানিয়েছে কর ফাঁকি দিতে হিসেবে প্রচুর অসঙ্গতি করা হয়েছে, বেনামে সম্পত্তি কিনে রাখা হয়েছে। উদ্ধার হওয়া নথি তারই প্রমাণ।
যদিও আয়কর দপ্তরের দাবি, ১০০ কোটিরও বেশি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীর দাবি, অঘোষিত সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা। ইতিমধ্যেই ব্যবসায়ীর সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে আয়কর দপ্তর। ব্যাঙ্কের লকারও সিল করে দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন