
শুধু রাজ্যের সাধারণ মানুষই নয়, উত্তরপ্রদেশে করোনায় এখনও পর্যন্ত ১৬২ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধুমাত্র পশ্চিম উত্তরপ্রদেশে ৫৪ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টা ডিউটি করতে করতে সংক্রমিত হয়ে পড়েছেন অনেক পুলিশকর্মীই। রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, প্রায় ২০ হাজার পুলিশ কর্মী করোনায় সংক্রমিত হয়েছিলেন মহামারি শুরু হওয়ার পর থেকে। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৭০ জন। প্রাণ গিয়েছে ১৬২ জনের।
মৃতদের মধ্যে স্টেশন হাউস অফিসার, ইনস্পেটক্ট, সার্কেল অফিসার, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ও ডিজি পদমর্যাদা অফিসাররা রয়েছেন। মৃত পুলিশের তালিকা অনুসারে মীরাটের ২৪ জন, ২২ জন বারাণসী, বরেলির ১৬ জন, লখনউ কমিশনারেটের ১১ জন, লখনই জোনের ৯ জন, কানপুর জোনের ১৫ জন, গোরক্ষপুরের ১২ জন, আগ্রা জোনের ১১ জন, প্রয়াগরাজের ৬ জন, গৌতমবুদ্ধ নগরের ৭ জন, রেলওয়ে পুলিশের ৩ জন, প্রোভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারির ১১ জন ও দুর্নীতি দমন শাখার ২ জন, সিআইডি দপ্তরের ২ জন, নিরাপত্তা বাহিনীর ১ জন, ডিজি অফিসের ২ জনের মৃত্যু হয়েছে।
রাজ্যের এডিজি প্রশান্ত কুমার জানান, তথ্য অনুসারে ২০২০ সালে ৭৬ জন ও চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৮ জন পুলিশের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিশ্রুতি অনুসারে শীঘ্রই এই পুলিশ কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও তিনি জানান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন