

জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে তাঁর হত্যাকারী নাথুরাম গডসেকে শ্রদ্ধাঞ্জলি জানাল হিন্দু মহাসভা। তাঁর পাশাপাশি গডসের সহযোগী নারায়ণ আপ্তেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় হিন্দু মহাসভার পক্ষ থেকে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার তারা ‘গডসে-আপ্তে স্মৃতি দিবস’ পালন করে।
একইসঙ্গে গোয়ালিয়রের জেলবন্দি নেতা কালীচরণ মহারাজকে ‘গডসে-আপ্তেকেও ভারতরত্ন’ সম্মান দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে রায়পুরের ধর্ম সংসদে মহাত্মা গান্ধীকে নিয়ে কুমন্তব্য করেছেন, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশ।
হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ভারত মাতার আরতি করে ভারত-পাকিস্তানকে সংযুক্ত করে অখণ্ড ভারত গড়ব, এমনই শপথ নিয়েছি আমরা। ১৯৪৮ সালে এদিন তাঁদের গ্রেফতারির প্রতিবাদে আমরা ৩০ জানুয়ারি ‘গডসে-আপটে স্মৃতি দিবস’ পালন করছি।'
৩০ জানুয়ারি দিনটির তাৎপর্য উদযাপনের অন্য রাস্তায় হাঁটল হিন্দু মহাসভা। ভরদ্বাজ বলেছেন, 'হিন্দু মহাসভা কালীচরণ-সহ পাঁচ হিন্দু নেতাকে ‘গডসে-আপ্তে ভারতরত্ন’ সম্মানে ভূষিত করেছে। কালীচরণের সম্মান গ্রহণ করেছেন প্রমোদ লোহপাত্রে।'
এদিন ভরদ্বাজ দেশভাগের জন্য গান্ধীকে নিশানা করে বলেন, তাঁর জন্যই লাখ লাখ হিন্দু ঘরছাড়া-খুন হন। ভরদ্বাজের দাবি, 'হিন্দু মহাসভা দেশের স্বাধীনতার জন্য অনেক অবদান রেখেছে। কংগ্রেস ও বিজেপি মানুষকে সাধু-সন্তদের বলিদানের বিষয়ে জানতে দেয়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন