Himachal Pradesh: বন্যা পরিস্থিতি হিমাচলে! একাধিক রাস্তা বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাও

People's Reporter: শুক্রবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আচমকা বন্যা এবং তুষারপাতের ফলে রাজ্যের পাঁচটি জাতীয় সড়কে ৫৮৩ টি রাস্তা বন্ধ রয়েছে।
বন্যায় ভেসে যাচ্ছে গাড়ি
বন্যায় ভেসে যাচ্ছে গাড়িছবি - সংগৃহীত
Published on

ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশের কুল্লুতে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ভেসে যাচ্ছে গাড়ি। বন্যার ফলে সৃষ্টি হয়েছে ভূমিধসের পরিস্থিতি। যার জেরে বন্ধ রাজ্যের পাঁচটি জাতীয় সড়ক। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবাও।

শুক্রবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আচমকা বন্যা এবং তুষারপাতের ফলে রাজ্যের পাঁচটি জাতীয় সড়ক বন্ধ রয়েছে। এছাড়া ২,২৬৩ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (ডিটিআর) বন্ধ রয়েছে। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সমস্ত জেলায়। এছাড়া ২৭৯ টি জল সরবরাহ পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার ফলে লাহৌল, স্পিতি এবং কিন্নর জেলার পাশাপাশি কুল্লুর বিচ্ছিন্ন এলাকায় হালকা মাত্রায় তুষারপাত হতে পারে।

অন্যদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে নদী ও স্রোত থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। জনগণকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সকাল থেকে আমি পরিস্থিতি খতিয়ে দেখছি। সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনের জারি করা নির্দেশিকা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নদী-নালা-স্রোত থেকে দূরে থাকুন”।

তিনি আরও জানিয়েছেন, “আমি কুল্লু, লাহৌল এবং স্পিতির ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছি। বৃষ্টি আমাদের প্রয়োজন, কিন্তু কুল্লুতে স্বাভাবিকের থেকে অনেক বেশী বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের জন্য একটি বাঁধের গেট খুলতে হয়েছে”।

অন্যদিকে, লাহৌল এবং স্পিতির উচ্চ হিমালয় অঞ্চলে তীব্র তুষারপাতের খবর মিলেছে। এছাড়া চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলা সহ রাজ্যের অনেক জায়গায় ভারী বৃষ্টি এবং তুষারপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

কুল্লুর জেলা প্রশাসক তোরুল এস রাভিশ সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, “গত ১৫ থেকে ১৬ ঘন্টা ধরে বৃষ্টির কারণে বহু সংযোগ সড়ক এবং প্রধান রাস্তা বন্ধ করা হয়েছে। যে যেখানে আছেন, তাঁকে সেখানে থাকার জন্য অনুরোধ করছি। কারণ নদীর জলস্তর বেড়েছে। হঠাৎ ভূমিধসের কারণে নদীতে জলের প্রবাহ বাড়তে পারে। মানালি এবং কুল্লুতে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ চলছে”।

তিনি আরও বলেন, “মানালিতে তুষারপাতের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির কারণে আজ জেলার স্কুল বন্ধ থাকছে। জালোরি দিক থেকে প্রধান জাতীয় সড়ক বন্ধ রয়েছে”।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in