

হরিয়ানায় বিজেপি জেজেপি জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে এবং কৃষক আন্দোলনের সমর্থনে এই অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দার সিং হুডা। আগামী ৫ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবার কথা।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা বলেন – আমরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চাই কারণ এই সরকার মানুষের এবং বিধায়কদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইতিমধ্যেই দুই নির্দল বিধায়ক সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। এছাড়াও বিজেপির জোটসঙ্গীর কিছু বিধায়ক সরকারের কাজে ক্ষুব্ধ। তাঁরা এই সরকারকে সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে জানাচ্ছেন। আমরা দেখতে চাই যখন মনোহর লাল খাট্টার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে তখন কারা কোনদিকে থাকে।
উল্লেখ্য, গত রবিবারই কংগ্রেস বিধায়ক হুডা রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন