হরিয়ানা: মনোহর লাল খট্টারের বিজেপি-জেজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুডা
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুডাফাইল ছবি সংগৃহীত

হরিয়ানায় বিজেপি জেজেপি জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস। কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতা করে এবং কৃষক আন্দোলনের সমর্থনে এই অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দার সিং হুডা। আগামী ৫ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবার কথা।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হুডা বলেন – আমরা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চাই কারণ এই সরকার মানুষের এবং বিধায়কদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইতিমধ্যেই দুই নির্দল বিধায়ক সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। এছাড়াও বিজেপির জোটসঙ্গীর কিছু বিধায়ক সরকারের কাজে ক্ষুব্ধ। তাঁরা এই সরকারকে সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে জানাচ্ছেন। আমরা দেখতে চাই যখন মনোহর লাল খাট্টার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে তখন কারা কোনদিকে থাকে।

উল্লেখ্য, গত রবিবারই কংগ্রেস বিধায়ক হুডা রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in