Haryana: BJP তালিবানদের সঙ্গে আলোচনা করতে পারে, কৃষকদের সঙ্গে নয় - খাট্টার সরকারকে আক্রমণে কংগ্রেস
হরিয়ানার মনোহর লাল খাট্টারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র আক্রমণ করলো কংগ্রেস। রাজ্যের খাট্টার সরকারকে উদ্দেশ্য করে কংগ্রেস জানিয়েছে - এই সরকার মানুষের আস্থা হারিয়েছে এবং জনসমর্থন হারিয়েছে। এই সরকারের সরে যাওয়া উচিত। যখন এঁদের দল তালিবানদের সঙ্গে আলোচনায় বসছে তখন কৃষকদের সঙ্গে আলোচনা করতে অসুবিধে কোথায়।
মঙ্গলবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এক বিবৃতিতে বলেন – হরিয়ানা সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিক্টেটরের মত আচরণ করছে। কৃষকদের প্রতিবাদ স্তব্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন হরিয়ানার কার্নালে সবজিমণ্ডিতে কৃষকদের মহাপঞ্চায়েত ঘিরে একাধিক ব্যবস্থা নিয়েছে খাট্টার প্রশাসন। এলাকায় প্রায় ৩০ ব্যাটেলিয়ন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মহাপঞ্চায়েতে যোগ দিতে আসা কৃষকদের আটকাতে তৈরি করা হয়েছে একাধিক ব্যারিকেড। যদিও আন্দোলতরত কৃষকরা জানিয়েছেন, যে কোনো মূল্যে তাঁরা কার্নাল পৌঁছবেন। প্রয়োজনে ব্যারিকেড ভাঙবেন। কোনো বাধাই আমাদের মহাপঞ্চায়েতে যোগ দেওয়া আটকাতে পারবেনা।
ভারতীয় কিষাণ ইউনিয়নের কার্নাল শাখার সদস্য জগদীপ সিং আইএএনএস-কে জানিয়েছেন, গোটা রাজ্য থেকে কৃষকরা দলে দলে কার্নাল মান্ডিতে আসছেন। বিকেলের আগেই তাঁরা এখানে পৌঁছে যাবেন। আমাদের সমস্ত নেতা দুপুরের আগেই এখানে পৌঁছবেন এবং মহাপঞ্চায়েত শুরু হবে।
জানা গেছে এদিন কার্নাল সবজি মণ্ডিতে মহাপঞ্চায়েতের পর কৃষকদের পক্ষ থেকে এন এইচ ৪৪ ধরে এক বিক্ষোভ মিছিল করা হবে। এই মিছিল যাবে মিনি সেক্রেটারিয়েট পর্যন্ত।
কার্নাল মান্ডিতে জমায়েত হওয়া কৃষকরা জানিয়েছেন, ২৮ আগস্ট যে অফিসার কৃষকদের ওপর পুলিশি আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তাঁরা সেই দোষী আইএএস অফিসার এবং কৃষকদের ওপর লাঠি চালানো পুলিশদের শাস্তি চান। ওই অফিসারকে সাসপেন্ড করতে হবে এবং যে কৃষক ওই ঘটনায় মারা গেছেন তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কৃষকদের দাবি, নিহত সুশীল কাজলের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। এছাড়াও ২৮ আগস্টের ঘটনায় আহত কৃষকদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার দাবিও জানিয়েছে কিষাণ ইউনিয়ন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন