Gurmeet Ram Rahim: রঞ্জিত সিং হত্যা মামলায় ডেরা প্রধান রাম রহিম সহ পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডেরার প্রাক্তন ম্যানেজার ২০০২ সালের ১০ জুলাই খুন হয়েছিলেন। গত ৮ অক্টোবর গুরমীত রাম রহিম সহ যশবীর, শাবদিল, অবতার, কিষাণ লাল এবং প্রয়াত ইন্দার সেনকে দোষী সাব্যস্ত করেছিলো আদালত।
গুরমীত রাম রহিম
গুরমীত রাম রহিম ফাইল ছবি দ্য কুইন্টের সৌজন্যে
Published on

রঞ্জিত সিং খুনের মামলায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমীত রাম রহিম সহ পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ শোনালো আদালত। ডেরার প্রাক্তন ম্যানেজার ২০০২ সালের ১০ জুলাই খুন হয়েছিলেন। গত ৮ অক্টোবর গুরমীত রাম রহিম সহ যশবীর, শাবদিল, অবতার, কিষাণ লাল এবং প্রয়াত ইন্দার সেনকে দোষী সাব্যস্ত করেছিলো আদালত। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা ৩০২ এবং ধারা ১২০বি অনুসারে অভিযোগ আনা হয়।

সিবিআই চার্জশিট অনুসারে ডেরা প্রধান গুরমীত রাম রহিম মনে করেছিলেন তাঁর যৌন কীর্তি কলাপ গোপন চিঠির মাধ্যমে ফাঁস করে দিয়েছেন রঞ্জিত সিং।

সিবিআই সূত্র অনুসারে, রঞ্জিত সিং ডেরার গোপন তথ্য বাইরে বেনামি চিঠির মাধ্যমে ফাঁস করেছিলেন বলেই তাঁকে খুন করা হয়। যে চিঠিতে তিনি ডেরায় কীভাবে মহিলাদের ওপর প্রতারণা ও যৌন নির্যাতন চালানো হয় তা ফাঁস করে দিয়েছিলেন। এই ঘটনার পরেই ২০০২ সালে রঞ্জিত সিং ডেরায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এবং তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও রঞ্জিত সিং ক্ষমা চাইতে অস্বীকার করেন এবং জানিয়ে দেন তিনি কোনো ভুল করেননি।

যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অন্য দোষীদের মধ্যে আবদিলকে ১.৫ লক্ষ টাকা জরিমানা এবং কিষাণ এবং যশবীরকে ১.২৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। অবতারকে জরিমানা দিতে হবে ৭৫ হাজার টাকা। এই টাকার অর্ধেক পাবে রঞ্জিত সিং-এর পরিবারের সদস্যরা।

গত ২০১৭ সাল থেকে রোহতকের সুনারিয়া কারাগারে বন্দী আছেন গুরমীত রাম রহিম। এর আগে দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে তিনি অভিযুক্ত হন। এছাড়াও রামচন্দ্র ত্রিপাঠী নামের এক সাংবাদিককে হত্যার অপরাধেও সাজাপ্রাপ্ত ডেরা প্রধান গুরমীত রাম রহিম।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in