Gujarat: নজরে গুজরাট নির্বাচন, মানুষের মন পেতে গান্ধী-প্যাটেল স্মরণ নরেন্দ্র মোদীর

মোদী বলেন, ‘গান্ধী ও সরদার প্যাটেলের শিক্ষা অনুসরণ করেই দেশ পরিচালনার কাজ করছে সরকার।’
Gujarat: নজরে গুজরাট নির্বাচন, মানুষের মন পেতে গান্ধী-প্যাটেল স্মরণ নরেন্দ্র মোদীর
গ্রাফিক্স - নিজস্ব
Published on

কয়েকমাস মাস পরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। এই আবহে গুজরাটে পা রেখেই রাজ্য বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী দিয়েছেন নরেন্দ্র মোদী। আর গুজরাটের মানুষের আবেগকে ছুঁয়ে যেতে মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের নাম নিয়েছেন তিনি। শনিবার, আটকোটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘গান্ধী ও সর্রদার প্যাটেলের শিক্ষা অনুসরণ করেই দেশ পরিচালনার কাজ করছে সরকার।’

গত ৮ বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রীর আসন থেকে দিল্লির মসনদে বসেছেন নরেন্দ্র মোদী। তারপর কীভাবে দেশ শাসন করেছেন তিনি, সেকথা বলতে গিয়ে মোদী এদিন বলেন, ‘আট বছরে, আমরা বাপু (মহাত্মা গান্ধী) এবং সর্দার প্যাটেলের স্বপ্নের ভারত গড়তে সৎ প্রচেষ্টা করেছি। বাপু এমন একটি ভারত চেয়েছিলেন যেখানে দরিদ্র, দলিত, নির্যাতিত, আদিবাসী, নারীদের ক্ষমতায়ন সম্ভব হবে; যেখানে স্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করা যাবে; অর্থনৈতিক ব্যবস্থার দেশীয় সমাধান থাকবে।’

বক্তা নরেন্দ্র মোদী আর গুজরাটের উন্নয়ন নিয়ে কথা হবে না, তা কি হয়। জনসভা থেকে এদিন মোদী দাবি করেন, ২০০১ সালের আগে গুজরাট উন্নয়নের মুখ দেখেনি। তবে তাঁর উদ্যোগে রাজ্যে উন্নয়নের জোয়ার বয়েছে।’ একইসঙ্গে তিনি দাবি করেন, ‘কংগ্রেস আমলে ভাপি ও ভাদোদরা জেলায় ডাক্তারি এবং চিকিৎসা পরিকাঠামো ভালো ছিল। তবে, আগের কংগ্রেস সরকার শিক্ষা, শিল্প এবং পরিকাঠামো উন্নয়নে কোনও নজর দেয়নি।’

এমনকি, তাঁর মুখ্যমন্ত্রীত্বকালে কেন্দ্রের কংগ্রেস সরকার গুজরাটের জন্য কোনও প্রকল্পেই ছাড় দেয়নি। শুধু তাই নয়, কেন্দ্রের কংগ্রেস সরকার গুজরাট বিরোধী ছিল বলেও এদিন দাবি করেন নরেন্দ্র মোদী।

তারপরেই, কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে মোদী এদিন বলেন, ‘কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবায় আট বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে আমরা দরিদ্রদের সেবা ও কল্যাণ করেছি এবং সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।’

Gujarat: নজরে গুজরাট নির্বাচন, মানুষের মন পেতে গান্ধী-প্যাটেল স্মরণ নরেন্দ্র মোদীর
ইন্ডিয়া গেটের সামনে থেকে উল্টানো রাইফেল ও হেলমেটও সরালো মোদী সরকার, সমালোচনায় বিরোধীরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in