Gujarat: পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা বিজেপি বিধায়ক ইঞ্জেকশন দিচ্ছেন করোনা রোগীকে!

ভাইরাল ভিডিওতে দেখা গেছে- নিজের হাতেই ইনজেকশন দিয়েছেন কামরেজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভিডি জালাবৈদ্য
Gujarat: পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা বিজেপি বিধায়ক ইঞ্জেকশন দিচ্ছেন করোনা রোগীকে!
ভাইরাল ভিডিওর স্ক্রিনশট

চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর পেশা আর রাজনীতি যে সম্পূর্ণ আলাদা, সেটা বোধহয় ভুলে গিয়েছিলেন তিনি। তাই হয়তো গুজরাটের সুরাটের একটি কোভিড নিরাময় কেন্দ্রে গিয়ে রোগীকে নিজের হাতেই ইনজেকশন দিলেন কামরেজ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভিডি জালাবৈদ্য।

অপরিণত হাতে করোনা রোগীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওই বিজেপি বিধায়ক। আসরে নেমেছে কংগ্রেস। জানা গিয়েছে, রবিবার ভিডি জালাবৈদ্য সুরাটের ওই কোভিড নিরাময় কেন্দ্রে গিয়ে এক কোভিড রোগীকে রেমডিসিভির ইঞ্জেকশন দেন নিজের হাতে। ওই ওষুধ সিরিঞ্জে ভরার ভিডিও ছড়িয়ে পড়েছে।

ওই কেন্দ্রটি খুলেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা জালাবৈদ্য নিজেই। তিনি অবশ্য সাফাই গেয়েছেন, ‘আমি কেবলমাত্র সিরিঞ্জে ওষুধ ভরে বোতলে দিয়েছি।’ রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এই ঘটনার তীব্র কটাক্ষ করেছে। তার সমালোচনা করে তিনি বলেন, ‘আমার সঙ্গে ১৫-২০ জন চিকিৎসক ছিলেন। গত ৪০ দিনে ২০০-র বেশি রোগীকে সুস্থ করে তুলেছি। কংগ্রেস কিছুই করে না। কেউ ভালো কাজ করলে তার শুধু সমালোচনা করে।’

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in