Gujarat: দ্রব্যমূল্য - বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে শনিবার গুজরাট বন্ধের ডাক কংগ্রেসের

গুজরাট কংগ্রেসের সভাপতি বলেন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে এবং চুক্তিভিত্তিক কর্মীদের চাকরিতে নিরাপত্তার দাবিতে যে বনধ ডাকা হয়েছে, তাতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি সংগৃহীত

মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে, শনিবার রাজ্যজুড়ে প্রতীকী বনধের ডাক দিয়েছে গুজরাট কংগ্রেস। এজন্য সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়িকদের সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দোকান বন্ধের আবেদন জানিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি জগদীশ ঠাকুর।

গুজরাট কংগ্রেসের সভাপতি বলেন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে এবং চুক্তিভিত্তিক কর্মীদের চাকরিতে নিরাপত্তার দাবিতে যে বনধ ডাকা হয়েছে, তাতে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

ঠাকুর অভিযোগ করেন, রাজ্যেজুড়ে প্রায় ৪ লক্ষ ৩৬ হাজার ৬৬৩ জন্য যোগ্য যুবক বেকার আছেন। এছাড়া, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ৪ লক্ষ ৫৮ হাজার ৯৭৬ জনের নাম নথিভুক্ত আছে। অথচ, সরকারি ক্ষেত্রে ৪ লক্ষ ৫০ হাজার শুন্যপদ খালি রয়েছে।

তিনি জানান, রাজ্যের শতাধিক গ্রাম পঞ্চায়েতে গ্রাম সেবক অফিসার নেই। সেই পদ খালি পড়ে আছে। এছাড়া, শতাধিক সরকারি গ্রন্থাগারে গ্রন্থাগারিক নেই এবং ২৭,০০০ এরও বেশি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

মূল্যস্ফীতি সম্পর্কে ঠাকুর বলেন, ভোজ্যতেলের দাম আকাশ ছুঁয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম এখন ১,০৬০ টাকা। পেট্রোলের দাম ৯৫ টাকা এবং প্রাকৃতিক গ্যাসের (CNG) প্রতি কিলোর দাম পৌঁছেছে ৮৪ টাকায়। যে সমস্ত পণ্য নাগরিকদের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।

বনধের জেরে যাতে জরুরি পরিষেবা ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন জগদীশ ঠাকুর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in