Gujarat Assembly Polls 22: 'এটা মতাদর্শের লড়াই' - বিজেপি প্রার্থী 'জাদেজা পত্নী'র বিপক্ষে পরিবার

কংগ্রেস প্রার্থীর হয়ে সওয়াল করছেন রবীন্দ্র জাদেজার বাবা অনিরুধসিংহ জাদেজা। এমনকি, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করেন রবীন্দ্র জাদেজার বোন নয়নবা জাদেজা।
Gujarat Assembly Polls 22: 'এটা মতাদর্শের লড়াই' - বিজেপি প্রার্থী 'জাদেজা পত্নী'র বিপক্ষে পরিবার
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

গুজরাটের (Gujarat) জামনগর উত্তর আসনে বিজেপির (BJP) টিকিটে লড়ছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। আর, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেস প্রার্থীর হয়ে সওয়াল করছেন রবীন্দ্র জাদেজার বাবা অনিরুধসিংহ জাদেজা (Anirudhsinh Jadeja)। এমনকি, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করেন রবীন্দ্র জাদেজার বোন নয়নবা জাদেজা (Naynaba Jadeja)। যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

তবে, এই ঘটনাকে ‘পারিবারিক সমস্যা’ নয় দাবি করেছেন রিভাবা থেকে নয়না। সকলেই জানিয়েছেন- এটি একটি রাজনৈতিক ‘মতাদর্শগত’ লড়াই।

বৃহস্পতিবার, সকালেই রাজকোটে নিজের ভোট দেন রিভাবা জাদেজা। এরপর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কোনও অসুবিধা নেই (তাঁর বিরুদ্ধে শ্বশুর প্রচার করায়)। একই পরিবারে ভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে। আমি জামনগরের মানুষের উপর আস্থা রেখেছি। আমরা সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করব এবং এবারও বিজেপি ভালো ব্যবধানে জয়ী হবে।’

জানা যাচ্ছে, প্রবীণ কংগ্রেস নেতা হরি সিং সোলাঙ্কির (Hari Singh Solanki) আত্মীয় হলেন রিবাবা জাদেজা। প্রায় তিন বছর আগে, ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। কিন্তু, তাঁর শ্বশুরবারির প্রায় সকলেই হলেন কংগ্রেস (Congress) সমর্থক। চলতি সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, রিবাবা’র শ্বশুর অর্থাৎ রবীন্দ্র জাদেজার বাবা অনিরুধসিংহ জাদেজা বিজেপির বিপক্ষে দাঁড়িয়ে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছেন।

এই প্রসঙ্গে- অনিরুধসিংহ বলেন, ‘আমি কংগ্রেসের সাথেই আছি। পার্টির ব্যাপারটা পারিবারিক ব্যাপার থেকে আলাদা। আমাদের দলের সাথেই থাকা উচিত। বছরের পর বছর ধরে আমি দলের (কংগ্রেসের) সাথেই আছি।’

কিন্তু, ছেলে (রবীন্দ্র জাদেজা) যে দলের সমর্থক, তার বিরুদ্ধে কেন তিনি গিয়েছেন? জবাবে অনিরুধসিংহ বলেন, ‘সে (রবীন্দ্র জাদেজা) জানে এটা দলীয় ব্যাপার। পারিবারিক কোনো সমস্যা নেই।’

রবীন্দ্র জাদেজার বোন নয়নাবা জাদেজা জানান, এটা ‘জাদেজা বনাম জাদেজা’ বিষয় নয়। তিনি বলেন, ‘এটি প্রথম নয় যে একই পরিবারের মানুষ ভিন্ন দলের প্রতিনিধিত্ব করছে। এর আগেও জামনগরে এই ঘটনা ঘটেছে, যেখানে একই পরিবারের সদস্যরা বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন। আমাদের আদর্শে অবিচল থাকতে হবে এবং আমাদেরকে ১০০ শতাংশ দিতে হবে, যে ভালো হবে সে জিতবে।’

নয়নাবাকে রিভাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার ভাইয়ের প্রতি আমার ভালবাসা এখনও একই রকম। আমার দাদার স্ত্রী এখন বিজেপি প্রার্থী। তিনি দাদার স্ত্রী হিসাবে ভাল।’

একইসঙ্গে তিনি জানান, ‘পরিবারে আমাদের স্বাধীনতা আছে। আমাদের পরিবারের সদস্যরা যা করতে চায়- তা করতে পারে। তাদের তা করার অধিকার আছে।’

Gujarat Assembly Polls 22: 'এটা মতাদর্শের লড়াই' - বিজেপি প্রার্থী 'জাদেজা পত্নী'র বিপক্ষে পরিবার
Gujarat Assembly Polls 22: ১২০ আসনে জিতে নতুন গুজরাট গড়বে কংগ্রেস - জিগনেশ মেভানি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in