Assam Poll 21: ভোট গণনার সময় স্বচ্ছতা বজায় রাখাতে নিবার্চন কমিশনকে আর্জি অসম মহাজোটের

মহাজোট-এর তরফে আবেদন করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের এজেন্টদের যেন স্ট্রংরুমের বাইরে থাকতে দেওয়া হয়।
Assam Poll 21: ভোট গণনার সময় স্বচ্ছতা বজায় রাখাতে নিবার্চন কমিশনকে আর্জি অসম মহাজোটের
ছবি- টুইটার

গুয়াহাটি, ১৪ এপ্রিল: আগামি ২ মে ২০২১ সালের বিধানসভা ভোটের ফলপ্রকাশ হতে চলেছে। সেদিনের গণনার সময় যাতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয় সেকথা জানিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা করে আসে অসমের বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। এই জোটে কংগ্রেস ছাড়াও রয়েছে এআইইউডিএফ, বিপিএফ, সিপিআই(এম), সিপিআই, সিপিআই (এমএল) লিবারেশন, আরজেডি, আঞ্চলিক গণ মোর্চা, আদিবাসী ন্যাশনাল পার্টি এবং জিমাচয়ন পিপলস পার্টি।

মহাজোট-এর তরফে আবেদন করা হয়েছে, রিটার্নিং অফিসার যেন গণনা চলাকালীন ভিডিও রেকর্ডিংয়ের বিষয়টি দেখে নেন। ইভিএমগুলো স্ট্রং রুম থেকে গণনাস্থলে নিয়ে যাওয়ার সময়ও যেন বিশেষ নজরদারি রাখা হয়। নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের এজেন্টদের যেন স্ট্রংরুমের বাইরে থাকতে দেওয়া হয়।

যতক্ষণ পর্যন্ত গণনা চলবে ততক্ষণ যেন এরা সকলেই গণনাকেন্দ্রের বাইরে থাকতে পারেন, সেই বিষয়টিও দেখার জন্য বলেন। আর পুরো বিষয়টি যেন রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানেই হয় সেই আবেদনও করা হয়েছে স্মারকলিপিতে। এই স্মারকলিপির একটি কপি অসমের মুখ্য নির্বাচনী অফিসার নীতিন খাদের কাছেও পাঠানো হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in