রঘুরাম রাজন
রঘুরাম রাজনফাইল ছবি- সংগৃহীত

কোভিড চ্যালেঞ্জে সরকারের দেখা নেই: রাজন

দিল্লি শিকাগো সেন্টারে এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজন বলেন, এই মহামারির সময় সরকারকে মানুষের পাশে দেখতে পাচ্ছি না।
Published on

স্বাধীনতার পর থেকে সবথেকে বড় চ্যালেঞ্জের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে দেশ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত, কিন্তু এই সময়ই শাসক সরকারকে পাওয়া যাচ্ছে না মানুষের পাশে। শনিবার এই মর্মেই কেন্দ্রীয় সরকারকে জোরদার আক্রমণ শানিয়েছেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

দিল্লি শিকাগো সেন্টারে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজন বলেন, এই মহামারির সময় আমরা সরকারকে মানুষের পাশে এসে দাঁড়াতে দেখতে পাচ্ছি না অনেক কারণে। এমন নয় যে শুধু মহারাষ্ট্র সরকার করোনা রোগীদের জন্য অক্সিজেন বা বেডের ব্যবস্থা করতে পারছে না। অনেক ক্ষেত্রে সরকার সেই পর্যায়ে সাহায্যের জন্য থাকছে না।

তাঁর মতে, 'মহামারি পরবর্তী পর্যায়ে এই নিয়ে প্রশ্ন না করলে, তা মহামারির থেকে কোনও অংশে কম ভয়াবহ হবে না। মহামারিই দেখিয়ে দিয়েছে আমরা সকলেই একে অপরের সঙ্গে জড়িত। কোন পুরুষ বা মহিলা আলাদা আলাদা নয়।'

এর আগে দিল্লি আইআইটি-তে বক্তৃতা দিয়ে সরকারের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এদিন রাজন বলেন, সেদিনের সেই বক্তৃতা তিনি সরকারের সমালোচনা করার জন্য করেননি। অনেক সময়ই কিছু বিষয়কে অতিরঞ্জিত করা হয়ে থাকে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in