গুগল ম্যাপের ভরসায় গাড়ি চালিয়ে নির্মীয়মাণ সেতু থেকে ২০ ফুট নীচে পড়ে যায় একটি গাড়ি। যার জেরে মৃত্যু হয় তিন যুবকের। উত্তরপ্রদেশের এই ঘটনায় এবার তদন্তের মুখে গুগল। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তারা তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করছে।
গত রবিবার বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিন বন্ধু। রাতের অন্ধকারে গুগল ম্যাপই ছিল ভরসা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশের রামগঙ্গা নদীর উপর থাকা একটি সেতুতে ওঠে গাড়িটি। প্রবল গতিতে থাকা গাড়িটি নির্মীয়মাণ ওই সেতু থেকে ২০ ফুট নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৌশল, বিবেক ও অমিত নামের তিন যুবকের। তাঁদের কাছে থাকা পরিচয়পত্রে তাঁদের পরিচয় জানা যায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নদীতে জল প্রায় নেই এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে।
এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে গুগল ম্যাপের নির্ভযোগ্যতা নিয়ে। চলতি বছর বন্যার সময় রাম গঙ্গা নদীর উপর থাকা ওই সেতুর সামনের অংশ ভেঙে যায়। শুরু হয় ফের সেতু নির্মাণ। কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। কিন্তু এবিষয়ে কোনও আপডেট ছিল না গুগল ম্যাপে। পাশাপাশি, সেতুতে ছিল না কোনও সতর্কতামূলক বোর্ডও। অনেকেরই বক্তব্য, যাতায়াতের অনুমতি না দেওয়া পর্যন্ত সেতুর প্রবেশপথ আটকে রাখা উচিত, যাতে দুর্ঘটনা এড়ানো যায়। অনেকেই প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ঘটনায় তদন্তে নেমে একদিকে যেমন পূর্ত আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতে গুগল ম্যাপের দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গেও কথা বলেছে পুলিশ।
অন্যদিকে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গুগলের মুখপাত্র। এএফপিকে তিনি জানান, ‘মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা। প্রশাসনের কাজে সহযোগিতা করছি। তদন্তে সাহায্য করা হচ্ছে।‘
উল্লেখ্য, এর আগে গত বছর কেরালাতে গুগল ম্যাপ দেখে যাওয়ার সময় দুই চিকিৎসকের মৃত্যু হয়। কেরালার পেরিয়ার নদীতে পড়ে গিয়েছিল গাড়িটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন