কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত সহ ৮ বিধায়কের

সংবাদসংস্থা আইএএনএস-কে দলবদলের বিষয়টি নিশ্চিত করে কংগ্রেস বিধায়ক তথা দলীয় নেতা সংকল্প আমনকর জানান, "হ্যাঁ, আমরা বিজেপিতে যোগদান করছি। এই বিষয়ে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।"
গোয়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ৮ বিধায়কের
গোয়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ৮ বিধায়কেরছবি সৌজন্যে গোয়া বিজেপি টুইটার হ্যান্ডেল

আবারও বড়সড় ভাঙন কংগ্রেস দলে। বিজেপিতে যোগদান করলেন গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক। বুধবার একথা নিশ্চিত করেছেন গোয়ার এক কংগ্রেস নেতা। তিনি জানিয়েছেন, রাজ্যে ক্ষমতাসীন বিজেপিতে নাম লেখানোর জন্য ৮ দলীয় বিধায়ক একটি প্রস্তাব গ্রহণ করেছেন।

সংবাদসংস্থা আইএএনএস-কে দলবদলের বিষয়টি নিশ্চিত করে কংগ্রেস বিধায়ক তথা দলীয় নেতা সংকল্প আমনকর জানান, "হ্যাঁ, আমরা বিজেপিতে যোগদান করছি। এই বিষয়ে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।"

সংকল্প আমনকর ছাড়াও যে সাতজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন তাঁরা হলেন - গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত, মাইকেল লোবো, ডেলিলা লোবো, কেদার নায়েক, রাজেশ ফালদেসাই, অ্যালেইক্সো সিকুইরা এবং রুডলফ ফার্নান্ডেজ।

সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৮ জন বিধায়কের সাথে বিধানসভা ভবনে দেখা করেন। মুখ্যমন্ত্রীর সাথে প্রাথমিক বৈঠকের পর পদ্মশিবিরে যোগ দেওয়ার জন্য পরবর্তী সকল আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেন কংগ্রেস বিধায়করা।

গোয়া বিধানসভায় সদস্য সংখ্যা ৪০। যেখানে কংগ্রেস বিধায়ক ছিলেন ১১ জন। এর মধ্যে ৮ বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮।

প্রসঙ্গত, গত ১০ জুলাই লোবোকে বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করে কংগ্রেস। বিজেপিকে শক্তিশালী করার জন্য, কংগ্রেস বিধায়কদের মধ্যে ভাঙন ধরাতে কামাতের সাথে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছিল লোবোর বিরুদ্ধে। বিজেপিতে যোগ দেওয়ার এটিই ছিল তাঁদের প্রথম পদক্ষেপ। দলের প্রবীণ নেতাদের হস্তক্ষেপে এই পরিকল্পনা ব্যর্থ হয়। গনেশ চতুর্থীর সময় এই বিধায়করা পুনরায় বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, কতজন যোগ দেবেন তা স্থির করতে পারেননি।

তবে, এই ঘটনা প্রথম নয়। ২০১৯ সালের ১০ জুলাই বিজেপি সরকারের মেয়াদ শেষের সময় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভালেকর সহ ১০ জন বিধায়ক যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। যদিও চলতি বছর বিধানসভা নির্বাচনে কাভালেকর সহ অন্যান্য ৬ রাজনীতিবিদ পরাজিত হয়েছেন।

- with IANS inputs

গোয়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ৮ বিধায়কের
আগস্টে সারা দেশে বেকারত্বের হার ৮.৩ শতাংশ, যা চলতি বছরের সর্বোচ্চ - CMIE রিপোর্ট
গোয়ায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ৮ বিধায়কের
Goa: একটিও আসনে এগিয়ে নেই তৃণমূল, জোটসঙ্গী 'মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি' এগিয়ে ৫ আসনে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in