
কংগ্রেসের নির্ভীক নেতাদের প্রয়োজন। দলের এখন সে সব ভীতু নেতারা রয়েছেন তাঁদের বহিষ্কার করা উচিত। দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে এই বার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের সাথে একটি অনলাইন বৈঠকে কংগ্রেস নেতা বলেন, "এমন অনেক লোক আছেন যাঁরা ভয় পান না। এঁরা কংগ্রেসের বাইরে রয়েছেন। আমাদের উচিত এঁদের কংগ্রেসে আনা। এবং আমাদের দলে এমন অনেকে রয়েছেন যাঁরা ভীতু। তাঁরা আরএসএসের লোক। তাঁদের বের করে দেওয়া উচিত। যান ভাই যান, আরএসএসের দিকে যান আপনারা, এনজয় করুন। দলের আপনাদের প্রয়োজন নেই।"
দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আমাদের নির্ভীক লোক দরকার। এটাই আমাদের দলের আদর্শ। এটা আমার প্রাথমিক বার্তা সকলকে।"
সূত্রের খবর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং জিতিন প্রসাদের মতো প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগীদের নাম উল্লেখ করে দলীয় কর্মীদের রাহুল গান্ধী বলেন, নিজেদের ঘর বাঁচাতে ভয় পেয়ে আরএসএসে যোগ দিয়েছেন তাঁরা।
গতবছর মার্চ মাসে নিজের অনুগামী বহু বিধায়ক নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর ফলে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের পতন ঘটেছিল। সম্প্রতি মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সিন্ধিয়া।
কয়েকদিন আগে উত্তরপ্রদেশের নেতা জিতিন প্রসাদ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ২০১৯ সালে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নারায়ণ রানে এবং রাধাকৃষ্ণ পাটিল দল ছেড়েছিলেন।
শুক্রবার দলের প্রায় সাড়ে তিন হাজার সোশ্যাল মিডিয়া কর্মীর সাথে বৈঠক করেছেন রাহুল গান্ধী। ১০ জন যুবকর্মীর সাথেও পৃথকভাবে বৈঠক করেছেন গান্ধী রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন