আফগানিস্তান চলে যান, সস্তায় পেট্রোল পেয়ে যাবেন: মন্তব্য BJP নেতার

পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বললেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা রামরতন পায়াল।
মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামরতন পায়াল
মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামরতন পায়ালছবি ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

আফগানিস্তানে চলে যান। ওখানে এখন পেট্রোল নেওয়ার কেউ নেই। সস্তায় পেয়ে যাবেন পেট্রোল। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বললেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা রামরতন পায়াল।

মধ্যপ্রদেশের কাটনি জেলার বিজেপি সভাপতি রামরতন পায়াল। বুধবার বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়াল। সেখানে দেশের মুদ্রাস্ফীতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, "তালিবানি রাজত্বে চলে যান। আফগানিস্তানে এক লিটার পেট্রোলের দাম ৫০ টাকা। কিন্তু সেখানে পেট্রোল ব‍্যবহার করার কেউ নেই। সস্তায় পেয়ে যাবেন পেট্রোল।"

এরপরই তিনি বলেন, "ভারতে অন্তত নিরাপত্তা রয়েছে। কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে দেশে। দেশ এখন কঠিন সময়ের মধ্যে যাচ্ছে আর আপনি পেট্রোলের দামের কথা বলছেন?"

বুধবার রামরতন পায়ালের আর এক সহকর্মী, বিহারের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরও বলেছিলেন, যাঁরা ভারতে থাকতে ভয় পাচ্ছেন তাঁরা আফগানিস্তানে চলে যান। ওখানে পেট্রোল-ডিজেলের দাম এখানের চেয়ে সস্তা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in