'আলোচনা ও কাজের মধ্যে বিশাল ফারাক', বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রকে খোঁচা কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে প্রাক্তন পরিবেশ মন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আজ বিশ্ব পরিবেশ দিবস এবং নিঃসন্দেহে এ নিয়ে স্ব-ঘোষিত পর্যবরণপ্রেমী জ্ঞান বিতরণ করবেন।'
জয়রাম রমেশ
জয়রাম রমেশ

‘ভারতের পরিবেশ ও বন আইনকে পুরোপুরি অকেজো করা রাখা হচ্ছে। শুধু তাই নয়, পরিবেশ সুরক্ষা নিয়ে যে প্রবিধান বা রেগুলেশন রয়েছে, তার উপর ‘আক্রমণ শানানো’ হচ্ছে।’ সোমবার, বিশ্ব পরিবেশ দিবসে (World Environment Day)- এই ভাষাতেই মোদী সরকারকে নিশানা করেছেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)।

পরিবেশ নিয়ে মোদী সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন জয়রাম রমেশ বলেন, ‘বিশ্বব্যাপী আলোচনা এবং স্থানীয় পদক্ষেপের মধ্যে একটি ‘বিশাল ব্যবধান’ রয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নাম না নিয়ে প্রাক্তন পরিবেশ মন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আজ বিশ্ব পরিবেশ দিবস এবং নিঃসন্দেহে এ নিয়ে স্ব-ঘোষিত পর্যবরণপ্রেমী জ্ঞান বিতরণ করবেন। যাইহোক, বাস্তবতা হল তিনি পরিবেশ এবং বন আইন এবং বিধিগুলিকে আমূল শিথিলকরণের জন্য চাপ দিচ্ছেন।’

তিনি বলেন, ‘পরিবেশগত অনুমোদনের উদারীকরণ করা হয়েছে। যে স্টান্ডিং কমিটিতে একদা আমি ছিলাম, এখন ইচ্ছাকৃতভাবে তাকেই বাইপাস করে ১৯৮০ সালের বন সংরক্ষণ আইনের সুদূরপ্রসারী সংশোধনীগুলিকে বুলডোজ করা হচ্ছে। উপজাতি সম্প্রদায়ের শক্তি কাড়তে ২০০৬ সালের বন অধিকার আইনকে ‘রেন্ডার’ করা হচ্ছে। হাতির ব্যবসার ছাড়পত্র দেওয়া হয়েছে।’

কংগ্রেস নেতার অভিযোগ, 'পরিবেশ বিধি'র উপর আক্রমণ শানানো হচ্ছে। পাশাপাশি, পরিবেশ কর্মীদের মাঝেও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আসলে, বিশ্বব্যাপী আলোচনা এবং স্থানীয় পদক্ষেপের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে।'

রাষ্ট্র সংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-র উদ্যোগে ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বব্যাপী জনসাধারণের মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতা ও প্রচারের জন্য UNEP হল একটি বৃহত্তম বৈশ্বিক প্ল্যাটফর্ম।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in