

গ্রেটার বেঙ্গালুরু অঞ্চলের (Greater Bengaluru Area - GBA) পাঁচ পুরসভায় ভোট নেওয়া হবে ব্যালট পেপারে। সোমবার কর্ণাটক নির্বাচন কমিশন একথা ঘোষণা করেছে। কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিক জি এস সাংরেশি (GS Sangreshi) সোমবার একথা জানিয়েছেন। এদিনই তিনি এই পাঁচ পুরসভার ৮৮.৯১ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করেন। এর আগে ২০১৫ সালের আগস্ট মাসে বেঙ্গালুরুতে ব্যালট পেপারে নির্বাচন হয়েছিল।
সোমবারের সাংবাদিক সম্মেলনে কর্ণাটকের মুখ্য নির্বাচন আধিকারিক জানান, যে পাঁচ পুরসভায় নির্বাচন হবে সেগুলি হল বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু নর্থ, বেঙ্গালুরু সাউথ, বেঙ্গালুরু ইষ্ট এবং বেঙ্গালুরু ওয়েস্ট। এই পাঁচ পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৬৯। যার মধ্যে বেঙ্গালুরু সাউথে ৭২ ওয়ার্ড, বেঙ্গালুরু নর্থ-এ ৭২ ওয়ার্ড, বেঙ্গালুরু ইষ্ট-এ ৫০ ওয়ার্ড, বেঙ্গালুরু ওয়েস্ট-এ ১১২ ওয়ার্ড এবং বেঙ্গালুরু সেন্ট্রাল-এ ৬৩ ওয়ার্ড। এই নির্বাচন আগামী ২৬ মে-র পর এবং ৩০ জুনের আগে অনুষ্ঠিত হবে। সম্প্রতি সুপ্রিম কোর্ট বেঙ্গালুরুর নির্বাচন ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
পুর ভোটে ইভিএম-এর বদলে ব্যালট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জিবিএ আইন অনুসারে ইভিএম অথবা ব্যালট পেপার যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। যেহেতু এখানে ব্যালট পেপার ব্যবহারের বিষয়ে আদালতের কোনও নির্দেশিকা নেই এবং কোনও বাধা নেই তাই এক্ষেত্রে আমরা ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
পাঁচ পুরসভায় মোট ভোটার কত?
বেঙ্গালুর কেন্দ্রিক পাঁচ পুরসভার যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে পুরুষ ভোটারের সংখ্যা ৪৫ লক্ষ ৬৯ হাজার ১৯৩ এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৩ লক্ষ ২০ হাজার ৮৫৩। এছাড়াও ১,৬৫৩ জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা আছেন। আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এই তালিকা যাচাই করবেন। এরপর আপত্তি এবং নিযুক্তির কাজ চলবে ৪ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ মার্চ ২০২৬।
৩৬৯টি ওয়ার্ডের মধ্যে বেঙ্গালুরু ওয়েস্ট পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ভোটদাতার সংখ্যা সবথেকে বেশি। ৪৯ হাজার ৫৩০ এবং বেঙ্গালুরু ইষ্ট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ভোটদাতার সংখ্যা সবথেকে কম। ৮ হাজার ৪৪ জন।
বিবিএমপি থেকে জিবিএ
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ মে ব্রুহত বেঙ্গালুরু মহানগর পালিকার (Bruhat Bengaluru Mahanagara Palike – BBMP) বদলে তৈরি করা হয় গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (Greater Bengaluru Authority – GBA)। এই বদলের সময়েই বেঙ্গালুরুকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়।
এক নজরে বেঙ্গালুরুর পাঁচ পুর অঞ্চল এবং তাদের আসন সংখ্যা –
বেঙ্গালুরু দক্ষিণ (৭২টি ওয়ার্ড):
৭টি তফসিলি জাতি, ১টি তফসিলি উপজাতি, ১৯টি অনগ্রসর শ্রেণি-এ, ৫টি অনগ্রসর শ্রেণি-বি, ৪০টি সাধারণ
বেঙ্গালুরু উত্তর (৭২টি ওয়ার্ড):
৯টি তফসিলি জাতি, ২টি তফসিলি উপজাতি, ১৯টি অনগ্রসর শ্রেণি-এ, ৫টি অনগ্রসর শ্রেণি-বি, ৩৭টি সাধারণ
বেঙ্গালুরু পূর্ব (৫০টি ওয়ার্ড):
৭টি তফসিলি জাতি, ১টি তফসিলি উপজাতি, ১৪টি অনগ্রসর শ্রেণি-এ, ৩টি অনগ্রসর শ্রেণি-বি, ২৫টি সাধারণ
বেঙ্গালুরু পশ্চিম (১১২টি ওয়ার্ড):
৯টি তফসিলি জাতি, ২টি তফসিলি উপজাতি, ৩০টি অনগ্রসর শ্রেণি-এ, ৭টি অনগ্রসর শ্রেণি-বি, ৬৪টি সাধারণ
বেঙ্গালুরু সেন্ট্রাল (৬৩টি ওয়ার্ড):
১১টি তফসিলি জাতি, ১টি তফসিলি উপজাতি, ১৫টি অনগ্রসর শ্রেণি-এ, ৪টি অনগ্রসর শ্রেণি-বি, ৩২টি সাধারণ
কবে হয়েছিল শেষ নির্বাচন?
২০১৫ সালে শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ব্রুহত বেঙ্গালুরু মহানাগর পালিকায়। যার মেয়াদ শেষ হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২০-তে। তখন থেকে সরকার নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর পুরসভার দায়িত্বে আছে। শেষ হওয়া নির্বাচনে বেঙ্গালুরুর ১৯৮ ওয়ার্ডের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ১০০ আসনে, কংগ্রেস ৭৬ আসনে, জেডি(এস) ১৪ আসনে এবং অন্যান্যরা ৮ আসনে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন