রাতের মধ্যে গাজীপুর সীমান্ত খালি করার নির্দেশ, ১৪৪ ধারা জারি - আন্দোলনের সিদ্ধান্তে অনড় কৃষকরা

গাজীপুর সীমান্তে
গাজীপুর সীমান্তেমনামী বসুর ফেসবুক ওয়াল থেকে
Published on

রাতের মধ্যে গাজীপুর সীমান্ত খালি করার নির্দেশ উত্তরপ্রদেশ পুলিশের। কিন্তু অনড় কৃষক নেতৃত্ব। গাজীপুরের পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে ১৪৪ ধারা জারি হয়েছে। বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ রাতেই পুলিশ-কৃষক খন্ডযুদ্ধের আশঙ্কা থেকেই যাচ্ছে। দু'পক্ষই অনড়।

প্রসঙ্গত, কৃষক নেতা রাকেশ টিকায়েত সহ ৩০ জনের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা শুরু করেছে পুলিশ। তাতেও অবশ্য নিজের অবস্থান থেকে সরানো যায়নি প্রবীণ কৃষক নেতাকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন- “প্রয়োজনে গুলি খাব, কিন্তু আন্দোলন প্রত্যাহার করব না।”

এদিকে এক টুইটবার্তায় রাকেশ টিকায়েত উত্তরপ্রদেশের কৃষকদের গাজীপুর সীমান্তে আসার জন্য আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয় পশ্চিম উত্তরপ্রদেশের সমস্ত রাস্তার দখল নিতেও বার্তা দিয়েছেন তিনি। তারপরেই বিশাল সংখ্যক কৃষকরা ট্র্যাক্টর নিয়ে গাজীপুর সীমান্তের দিকে অগ্রসর হচ্ছেন। সব মিলিয়ে গাজীপুর সীমান্তের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in