Gujarat: বিষমদ কান্ডের মাঝেই সমবায়ের মাধ্যমে 'ভালো মদ' সরবরাহের পক্ষে সওয়াল প্রাক্তন মন্ত্রীর

গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যদি মদ পান করতে চান, তাহলে সমবায়ের মানসম্পন্ন ডেয়ারি দুধের মতো গুণমান বজায় রাখুন। রাজ্য সরকারের উচিত, সমবায় সমিতির মাধ্যমে মানসম্পন্ন মদ সরবরাহ করা।’
নরেন্দ্র মোদীর সাথে বিপুল চৌধুরী
নরেন্দ্র মোদীর সাথে বিপুল চৌধুরী ফাইল ছবি

বিষ মদ কাণ্ডে এমনিতেই জেরবার মোদী-শাহের গুজরাট। এরই মাঝে ‘ভালো মদ’ সরবরাহের দাবি তুলেছেন গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল চৌধুরী। যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

গত ২৫ জুলাই থেকে এখনও পর্যন্ত, গুজরাটের বোটাদ জেলায় বিষ মদ খেয়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে কার সাহচর্যে এই ঘটনা ঘটে গেল গুজরাটের মাটিতে? যেখানে বহু বছর ধরে গুজরাতে মদ্যপান এবং মদ বিক্রি, দুই-ই নিষিদ্ধ। এ নিয়ে শাসকদল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টি।

আর এই বিতর্কের মাঝেই নতুন করে মদ সরবরাহের পক্ষে দাবি তুলেছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল চৌধুরী। বুধবার, মেহসানা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন লিমিটেডের নির্বাচনী আলোচনায় বিপুল চৌধুরী বলেন, কঠোর আইন মেনে যদি একশো শতাংশ নিষেধাজ্ঞা জারি করা না যায়, তাহলে এই আইনের মানে নেই। তার থেকে ভালো উন্নত মানের মদ সরবরাহ করা।

কিভাবে হবে এই সরবরাহ? বিজেপি নেতা বিপুল চৌধুরী বলেন, ‘আপনি যদি মদ পান করতে চান, তাহলে সমবায়ের মানসম্পন্ন ডেয়ারি দুধের মতো গুণমান বজায় রাখুন। আর রাজ্য সরকারের উচিত, সমবায় সমিতির মাধ্যমে মানসম্পন্ন মদ সরবরাহ করা।’

বিপুল চৌধুরী যখন এই বিতর্কিত মন্তব্য করেছেন, তখন গুজরাটের অনগ্রসর শ্রেণীর বিজেপি নেতা আলপেশ ঠাকুর রাজ্যে মদ নিষেধাজ্ঞা আইন আরও কঠোর করার দাবি করছেন। বুধবার, বিষ মদ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার সময় বলেন, ‘পঞ্চায়েত, কর্পোরেশন, বিধানসভা বা লোকসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের উচিত নির্বাচনের সময় মদ বিতরণ বন্ধ করা। ১৮২ জন বিধায়ক সিদ্ধান্ত নিলে বাজারে এক ফোঁটাও অবৈধ মদ পাওয়া যাবে না।’

এখানেই থেমে না থেকে বিজেপি নেতা আলপেশ ঠাকুর বলেন, ‘নির্বাচিত জন প্রতিনিধিদের চিঠি লেখার পরিবর্তে জনগণের উচিত এই ধরনের মদের ঘাঁটিতে অভিযান চালানো।’

- With IANS Inputs

নরেন্দ্র মোদীর সাথে বিপুল চৌধুরী
Karnataka: বিজেপি কর্মী খুনে সরকারের বিরুদ্ধেই ক্ষোভ গেরুয়া শিবিরের, চরম অস্বস্তিতে বাসবরাজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in