RSS সদরদপ্তরে মোহন ভাগবতের সাথে প্রাক্তন প্রধান বিচারপতি বোবদের বৈঠক, জল্পনা তুঙ্গে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ‌মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করলেন সদ‍্য প্রাক্তন হওয়া দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। RSS-এর সদর দপ্তরে গতকাল মোহন ভাগবতের সাথে বৈঠক করেছেন বোবদে।
মোহন ভাগবত ও এস এ বোবদে
মোহন ভাগবত ও এস এ বোবদেফাইল ছবি সংগৃহীত

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ‌মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করলেন সদ‍্য প্রাক্তন হওয়া দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। RSS-এর সদর দপ্তরে গতকাল মোহন ভাগবতের সাথে বৈঠক করেছেন বোবদে।

যদিও RSS কর্মকর্তারা এই বৈঠকের কথা প্রকাশ‍্যে অস্বীকার করেছেন। তবে সূত্র মারফত জানা গেছে, মহল এলাকায় RSS-এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে এই বৈঠক হয়েছে। এই বৈঠকের খবর প্রকাশ‍্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

বিচারপতি বোবদে নাগপুরেরই লোক। বহু বছর এই শহরেই প্র‍্যাক্টিস করেছেন তিনি। কিন্তু এর আগে কখনো তিনি RSS সদর দপ্তরে যাননি বা মোহন ভাগবতের সাথে দেখা করেননি। এই প্রথম আনুষ্ঠানিকভাবে সঙ্ঘ সদর দপ্তরে গিয়ে মোহন ভাগবতের সাথে দেখা করলেন তিনি। RSS প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের পৈতৃক বাড়িতেও গিয়েছিলেন তিনি।

২০১৯ সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন এস এ বোবদে। চলতি বছরের ২৩ এপ্রিল তিনি অবসর নেন। তার আগের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেওয়ার কিছুদিন পরেই শাসকদলের‌ তরফ থেকে রাজ‍্যসভায় মনোনীত সাংসদ হয়েছিলেন। এই ঘটনা তীব্র সমালোচনার সৃষ্টি করেছিল জাতীয় রাজনীতিতে। সদ‍্য অবসর নেওয়া বিচারপতি বোবদের মোহন-সাক্ষাৎ ঘিরে তাই জল্পনা তৈরি হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in