
সবার উর্ধ্বে সংবিধান এবং গণতন্ত্রের তিনটি শাখাই সংবিধানের অধীনে কাজ করে। ফের একবার তা স্পষ্ট করে দিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গভাই (Chief Justice of India B R Gavai)। তাঁর মতে, "সংবিধানের মূল কাঠামো সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না"।
গত মে মাসে সুপ্রিম কোর্টের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিআর গাভাই। সেই উপলক্ষ্যে বুধবার তাঁকে তাঁর জন্মভূমি মহারাষ্ট্রের অমরাবতীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি বলেন, “অনেকেই বলেন এবং বিশ্বাস করেন যে, সংসদই সর্বোচ্চ। কিন্তু আমার কাছে ভারতের সংবিধান রয়েছে সর্বোচ্চ স্থানে। গণতন্ত্রের তিনটি শাখা (আইন, শাসন এবং বিচার বিভাগ) সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়"।
প্রধান বিচারপতি বলেন, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই একজন বিচারক স্বাধীন হননা। তাঁর কথায়, "একজন বিচারকের সর্বদা মনে রাখা উচিত, আমাদের একটি কর্তব্য আছে। আমরা নাগরিকদের অধিকার, সাংবিধানিক মূল্যবোধ এবং নীতির রক্ষক। আমাদের কেবল ক্ষমতাই নেই, বরং আমাদের উপর একটি কর্তব্য অর্পণ করা হয়েছে"।
একই সঙ্গে বিচারপতিদের কর্তব্য মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, “আমাদের স্বাধীন ভাবে ভাবতে হবে। মানুষ কী বলবে, তা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হতে পারে না"। গাভাইয়ের মতে, তিনি সর্বদা তাঁর বিচার এবং কাজকে কথা বলতে দিয়েছেন। সর্বদা সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। 'বুলডোজার নীতি'র বিরুদ্ধে তাঁর রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আশ্রয়ের অধিকার সর্বোচ্চ"।
এরপরেই প্রধান বিচারপতি তাঁর শৈশবের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছোটবেলায় স্থপতি হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বাবার ইচ্ছা ছিল তিনি জেন আইনজীবী হন। সেই ইচ্ছাই পূরণ করেছেন তিনি। প্রধান বিচারপতি বলেন, “আমার পিতা আইনজীবী হতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হওয়ায় তাঁর সেই ইচ্ছা অপূর্ণই রয়ে যায়"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন