Maharashtra: মহিলা পুলিশকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ! বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

People's Reporter: অভিযোগ, নীতিন গড়করির প্রোগ্রামে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মীকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন বিজেপির পুনে ইউনিটের সাধারণ সম্পাদক প্রমোদ কোন্ধার।
বিজেপি নেতা প্রমোদ কোন্ধারে
বিজেপি নেতা প্রমোদ কোন্ধারেছবি - সংগৃহীত
Published on

মহিলা পুলিশকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিজেপি নেতা প্রমোদ কোন্ধারের বিরুদ্ধে। তিনি বিজেপির পুনে ইউনিটের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ইতিমধ্যেই ওই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রমোদ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পুনেতে প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির। শনিওয়ার কাছে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রমোদ কোন্ধার। মন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড়। সেখানেই ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক মহিলা পুলিশকর্মীকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন প্রমোদ বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি তাঁর উচ্চপদস্থ কর্তাকে জানান নির্যাতিতা। এবং পরবর্তীতে পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে অভিযোগ দায়ের করেন।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। ফরাসখানা থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর প্রশান্ত ভাসমে জানিয়েছেন, প্রমোদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতাড় (BNS) ৭৪ এবং ৭৫(১) ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত চলছে। তবে এখনও ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়নি।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রমোদ। নিজের পদ থেকে পদত্যাগ করে তিনি জানিয়েছেন, "আমি কেবলমাত্র দলের নির্দেশ অনুসারে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। কোনও মহিলা পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করিনি"।

এব্যাপারে কসবা পেঠের বিধায়ক হেমন্ত রাসনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি এই সংবাদ সম্পর্কে অবগত নই। বর্তমানে আমি পালখি মিছিলে ব্যস্ত আছি"।

অন্যদিকে পুনের বিজেপি শহর সভাপতি ধীরজ ঘাটে জানিয়েছেন, "তিনি (প্রমোদ) আমার কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি আর এই পদে থাকবেন না। আমরা তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছি"।

বিজেপি নেতা প্রমোদ কোন্ধারে
Ind-pak Tension: পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্যপাচার! গ্রেফতার ভারতীয় নৌসেনায় কর্মরত বিশাল যাদব
বিজেপি নেতা প্রমোদ কোন্ধারে
Emergency 1975: আমরা ক্রমশ অঘোষিত জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি - পিনারাই বিজয়ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in