কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা ভারত বনধে সকাল থেকেই কার্যত অবরুদ্ধ গোটা উত্তর ভারত। একাধিক জায়গায় রেল-সড়ক পথ আটকে রেখেছেন আন্দোলনকারীরা। পাঞ্জাব, হরিয়ানা থেকে দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অমৃতসর, বার্ণালা স্টেশনে সকাল থেকে বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই গাজীপুর সীমান্তে ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে কৃষকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন