Bharat Bandh Live: স্তব্ধ উত্তর ভারত, বিক্ষোভের জেরে ৪টি শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে রেল

Bharat Bandh Live: স্তব্ধ উত্তর ভারত, বিক্ষোভের জেরে ৪টি শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে রেল
অমৃতসরে চলছে রেল অবরোধ

কৃষকদের ডাকা ভারত বনধে সকাল থেকেই কার্যত অবরুদ্ধ গোটা উত্তর ভারত

কৃষি‌ আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা ভারত বনধে সকাল থেকেই কার্যত অবরুদ্ধ গোটা উত্তর ভারত। একাধিক জায়গায় রেল-সড়ক পথ আটকে রেখেছেন আন্দোলনকারীরা। পাঞ্জাব, হরিয়ানা থেকে দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অমৃতসর, বার্ণালা স্টেশনে সকাল থেকে বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই গাজীপুর সীমান্তে ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে কৃষকরা।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in