অমৃতসরে চলছে রেল অবরোধ
অমৃতসরে চলছে রেল অবরোধ

Bharat Bandh Live: স্তব্ধ উত্তর ভারত, বিক্ষোভের জেরে ৪টি শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে রেল

পাঞ্জাবের বার্ণালাতে রেল স্টেশন অবরোধ করে রেখেছেন মহিলারা

ঝাড়খণ্ডের বোকারো, রাঁচিতে ভারত বনধের সমর্থনে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা

অমৃতসর-দিল্লি রেলওয়ে অবরুদ্ধ করে রেখেছেন কৃষকরা

কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে পথে নামলেন পাতিয়ালা বার অ‍্যাসোসিয়েশনের সদস্যরা

ছবি সংগৃহীত

ভারত বনধের সমর্থনে ট‍্যুইট রাহুল গান্ধীর

৩২ জায়গায় ব‍্যাহত রেল পরিষেবা, বাতিল ৪ শতাব্দী এক্সপ্রেস: ভারতীয় রেল

কৃষকদের ডাকা ভারত বনধের জেরে ব‍্যাহত ৩২ জায়গায় রেল পরিষেবা। ৪টি শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে ভারতীয় রেল।

অন্ধ্রপ্রদেশ: কৃষি আইন, ভাইজাগ স্টিল প্ল‍্যান্ট বেসরকারীকরণের বিরুদ্ধে ভারত বনধের সমর্থনে বাম কর্মীদের মিছিল

অন্ধ্রপ্রদেশে ভারত বনধের সমর্থনে মিছিল বাম কর্মীদের। বিজয়ওয়াড়া বাসস্ট্যান্ডে এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ‍্য সম্পাদক পি মধু, সিপিআই রাজ‍্য সম্পাদক রামকৃষ্ণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশাখাপত্তনমেও বিক্ষোভ দেখিয়েছে বাম কর্মীরা। ভাইজ‍্যাক স্টিল প্ল‍্যান্ট বেসরকারীকরণের বিরুদ্ধেও প্রতিবাদ দেখিয়েছেন তাঁরা।

কৃষকদের ডাকা ভারত বনধে সকাল থেকেই কার্যত অবরুদ্ধ গোটা উত্তর ভারত

কৃষি‌ আইন বাতিলের দাবিতে কৃষকদের ডাকা ভারত বনধে সকাল থেকেই কার্যত অবরুদ্ধ গোটা উত্তর ভারত। একাধিক জায়গায় রেল-সড়ক পথ আটকে রেখেছেন আন্দোলনকারীরা। পাঞ্জাব, হরিয়ানা থেকে দফায় দফায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অমৃতসর, বার্ণালা স্টেশনে সকাল থেকে বিক্ষোভ চালাচ্ছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই গাজীপুর সীমান্তে ৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে কৃষকরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in