

তিনটি খামার আইন প্রত্যাহারকে “ঐতিহাসিক” বলে অভিহিত করলেন, সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম) নেতা হান্নান মোল্লা। তিনি বলেন যে, কৃষকরা তাদের অর্ধেক অধিকার অর্জন করেছেন, যতক্ষণ না ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি দেওয়া হচ্ছে, এই আন্দোলন চলবে।
সারা ভারত কৃষক সভার (AIKS) সাধারণ সম্পাদক মোল্লা বলেন, সংসদে আইন বাতিল না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই। বিজেপি নেতৃত্বাধীন সরকার মোটেই ‘বিশ্বস্ত নয়’। তাঁর কথায় – “এটি আসলেই আমাদের সকলের জন্য একটি ঐতিহাসিক বিজয়। যাইহোক,আমি কিছুটা সতর্ক এবং যতক্ষণ না এই তিনটি আইন সংসদের বাতিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই সরকারকে বিশ্বাস করতে চাই না”।
তিনি আরও বলেন – “এমন উদাহরণ আছে, যেখানে এই সরকার বলেছিল তারা কোন একটি অর্ডিন্যান্স প্রত্যাহার করছে,কিন্তু কিছুই এগোয়নি। আমরা এই সরকারকে বিশ্বাস করি না। কারণ ঘোষণা করে তার বিপরীত কিছু করার ট্র্যাক রেকর্ড আছে এদের।”
প্রসঙ্গত, হান্নান মোল্লা হলেন সিপিআই(এম)-র কৃষক সংগঠন ‘সারা ভারত কৃষক সভা’র সাধারণ সম্পাদক। যিনি সিপিআই (এম) এর পলিটব্যুরো সদস্যও। তাঁর কথায়, কৃষকরা তাঁদের দাবির অর্ধেক অর্জন করেছেন।
ভবিষ্যতে কৃষক আন্দোলন কোন পথে এগোবে? সেই প্রসঙ্গে তিনি বলেন – “আমাদের আন্দোলন শেষ হয়েছে এই ভাবনা সঠিক নয়। কারণ কৃষকদের আন্দোলন দুটি দাবিতে শুরু হয়েছিল- তিনটি খামার আইন প্রত্যাহার এবং এমএসপি গ্যারান্টির জন্য একটি নতুন আইন আনা। আমাদের দাবিগুলি অর্ধেক পূরণ হয়েছে। এখন কী হবে? তা আলোচনার মাধ্যমে রূপ নির্ধারণ করা হবে।”
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন