

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা আন্দোলনে সামিল হতে পঞ্জাবের কারনাল থেকে হাজারো কৃষক সিঙ্ঘু সীমান্তে এসে পৌঁছেছেন। সংযুক্ত কিষান মোর্চার তরফে রবিবার এমনটা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ফসল কাটার পর দিল্লি সীমান্তে কৃষকরা ফিরতে শুরু করেছেন ইতিমধ্যে। ৪০টি কৃষক সংগঠনের তরফে আন্দোলন আরও বৃহত্তর করা হচ্ছে বলে এক বিবৃতি জারি করা বলা হয়েছে। সংযুক্ত কিষান মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে, সোমবার হিসারের কমিশনারের অফিস ঘেরাও করবেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবিতে।
চলতি মাসের প্রথমে কৃষকদের উপর হামলার প্রতিবাদে এই গ্রেপ্তারের দাবি করা হয়েছে। কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন পরিবহণ করে কৃষকরা সীমান্তে এসে পৌঁছেছে। কৃষক নেতা গুরনাম সিং চাধুনির নেতৃত্বে সিঙ্ঘু সীমান্তে জড়ো হয়েছেন কৃষকরা।
গাজিপুর সীমান্তে ত্রিরঙ্গা মার্চ-এরও আয়োজনও করা হয়েছে বলেও সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে। এদিন স্বাধীনতা সংগ্রামী কর্তার সিং সারাভার জন্মবার্ষিকী পালন করবেন আন্দোলনরত কৃষকরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন