Farmer Protest: কারনাল থেকে এসে আবার সিঙ্ঘু সীমান্তে জমায়েত করেছে হাজারো কৃষক

ফসল কাটার পর দিল্লি সীমান্তে কৃষকরা ফিরতে শুরু করেছেন ইতিমধ্যে। সংযুক্ত কিষান মোর্চার তরফে রবিবার এমনটা জানানো হয়েছে।
টিকরি সীমান্ত
টিকরি সীমান্ত ছবি উদিত সেনগুপ্ত
Published on

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলতে থাকা আন্দোলনে সামিল হতে পঞ্জাবের কারনাল থেকে হাজারো কৃষক সিঙ্ঘু সীমান্তে এসে পৌঁছেছেন। সংযুক্ত কিষান মোর্চার তরফে রবিবার এমনটা জানানো হয়েছে।

প্রসঙ্গত, ফসল কাটার পর দিল্লি সীমান্তে কৃষকরা ফিরতে শুরু করেছেন ইতিমধ্যে। ৪০টি কৃষক সংগঠনের তরফে আন্দোলন আরও বৃহত্তর করা হচ্ছে বলে এক বিবৃতি জারি করা বলা হয়েছে। সংযুক্ত কিষান মোর্চার তরফে ঘোষণা করা হয়েছে, সোমবার হিসারের কমিশনারের অফিস ঘেরাও করবেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দাবিতে।

চলতি মাসের প্রথমে কৃষকদের উপর হামলার প্রতিবাদে এই গ্রেপ্তারের দাবি করা হয়েছে। কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন পরিবহণ করে কৃষকরা সীমান্তে এসে পৌঁছেছে। কৃষক নেতা গুরনাম সিং চাধুনির নেতৃত্বে সিঙ্ঘু সীমান্তে জড়ো হয়েছেন কৃষকরা।

গাজিপুর সীমান্তে ত্রিরঙ্গা মার্চ-এরও আয়োজনও করা হয়েছে বলেও সংযুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে। এদিন স্বাধীনতা সংগ্রামী কর্তার সিং সারাভার জন্মবার্ষিকী পালন করবেন আন্দোলনরত কৃষকরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in