২৪ ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা UGC-র, পশ্চিমবঙ্গে ২টি, দেখে নিন সম্পূর্ণ তালিকা

দেশের ২৪ টি ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করেছে UGC, এর অধিকাংশই উত্তরপ্রদেশে। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি। সোমবার লোকসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

দেশের ২৪ টি ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC, এর অধিকাংশই উত্তরপ্রদেশে। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সোমবার লোকসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এছাড়াও উত্তরপ্রদেশ ও দিল্লির একটি করে ইউনিভার্সিটি ১৯৫৬ সালের UGC আইন লঙ্ঘন করেছে। আদালতে বিচারাধীন রয়েছে এই দুটি ইন্সটিটিউটের বিষয়।

এক নজরে দেখা নেওয়া যাক কোন কোন ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে -

উত্তরপ্রদেশে আটটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে -

বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী; মহিলা গ্রাম বিদ‍্যাপীঠ, এলাহাবাদ; গান্ধী হিন্দি বিদ‍্যাপীঠ, এলাহাবাদ; ন‍্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর; নেতাজী সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি, আলিগড়; উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা; মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়; ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা।

দিল্লিতে এরকম সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে -

কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।

ওড়িশা এবং পশ্চিমবঙ্গে দুটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। পশ্চিমবঙ্গের দুটি ইন্সটিটিউটই কলকাতায় অবস্থিত। এগুলো হলো - ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ‍্যান্ড রিসার্চ। ওড়িশার রৌরকেলায় নবভারত শিক্ষা পরিষদ এবং নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং মহারাষ্ট্রের একটি করে বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে। এগুলো হলো - শ্রী বোধি একাডেমি অফ হাইয়ার এডুকেশন, পুদুচেরি; খ্রিস্ট নিউ টেস্টামেন্ট ডিমেড ইউনিভার্সিটি, অন্ধ্রপ্রদেশ; রাজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর; সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা; বাদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, কর্ণাটক।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in