

এতদিন পর্যন্ত রাজ্যে কোভিড পরিস্থিতি ভালো বলে জোরগলায় দাবি জানাচ্ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু শুক্রবার সেই সুর কেটে গেল তাঁর নিজ দলের বিধায়কের নজিরবিহীন আক্রমণে। বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং-এর এই আক্রমণে বিড়ম্বনায় রাজ্য বিজেপি। যে আক্রমণের পর বিজেপি শাসিত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগই মান্যতা পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
বারবার বিতর্কিত মন্তব্য করতে অভ্যস্ত, উত্তরপ্রদেশের বৈরিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং শুক্রবার বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহামারী নিয়ন্ত্রণ করতে আমলাদের ওপর ভরসা করে পরীক্ষা চালাতে গেছিলেন। কিন্তু তাঁর সেই পরীক্ষা ব্যর্থ হয়েছে। কিন্তু আসল সত্যি হল রাজ্যের মন্ত্রী বিধায়করাই করোনা সংক্রমিত হয়ে পড়েছেন এবং উপযুক্ত চিকিৎসা পাননি। যা রাজ্যে চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতাই প্রমাণ করে। কিন্তু তাঁর আমলাতন্ত্রের ওপর ভরসা না করে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর ভরসা করা উচিৎ ছিলো।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে করোনা টেস্টের সংখ্যা কমানো সত্ত্বেও লাগামছাড়া গতিতে বেড়েছে সংক্রমণ। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুসারে শেষ ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৩৫,১০৪ জন এবং শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। যদিও এখনও পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই দাবি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন