৫ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা আজই, বিকেল সাড়ে ৪টেয় সাংবাদিক সম্মেলন নির্বাচন কমিশনের

পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আসনসংখ্যাই সবথেকে বেশি ২৯৪। এছাড়া তামিলনাড়ুতে ২৩৪, কেরালায় ১৪০, আসামে ১২৬ এবং পুদুচেরীতে ৩০ আসনের জন্য ভোট নেওয়া হবে।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাফাইল ছবি সংগৃহীত

আজ বিকেলেই হতে পারে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরী বিধানসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হবে আজ‌।

নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ বিকেল সাড়ে চারটেয় সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ভোটের দিন ঘোষণা করবে কমিশন। বিজ্ঞানভবনে হওয়া এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ‍্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ৭ থেকে ৯ দফায় হতে পারে ভোট।

পাঁচ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আসনসংখ্যাই সবথেকে বেশি ২৯৪। এছাড়া তামিলনাড়ুতে ২৩৪, কেরালায় ১৪০, আসামে ১২৬ এবং পুদুচেরীতে ৩০ আসনের জন্য ভোট নেওয়া হবে।

ভোটের দিনক্ষণ স্থির করতে বুধবারই বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ‍্যে ঘুরে গিয়েছেন কমিশনের প্রতিনিধিরা। রাজ‍্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকও করেছেন তাঁরা। গত ২০ ফেব্রুয়ারি থেকে রাজ‍্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। স্পর্শকাতর এলাকাগুলোতে রুট মার্চ করছে তাঁরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in