Bihar: কমিশন বিজেপির 'জুগাড় কমিশন' হয়ে উঠেছে! ভোটার অধিকার যাত্রায় সামিল হয়ে তোপ অখিলেশের

People's Reporter: পাটনায় এসে অখিলেশ যাদব বলেছেন, "সারা দেশে বিহারের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বিজেপি এবার বিহার থেকে বেরিয়ে যেতে চলেছে। তারা সংবিধানের অধিকারগুলিকে লঙ্ঘন করেছে"।
ভোটার অধিকার যাত্রায় সামিল অখিলেশ যাদব
ভোটার অধিকার যাত্রায় সামিল অখিলেশ যাদবছবি সৌজন্যে রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

"নির্বাচন কমিশন বিজেপির 'জুগাড় (Jugaad) কমিশন' হয়ে উঠেছে!" শুক্রবার কমিশনের সমালোচনা করে এহেন মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অন্যদিকে, মহাজোট (Mahagathbandhan) শিবিরের 'ভোটার অধিকার যাত্রা'য় শনিবার যোগ দিয়েছেন তিনি। সঙ্গে আজ রয়েছে তেজস্বী যাদবও।

এদিন পাটনায় এসে অখিলেশ যাদব বলেছেন, "আমি এখানে ভোটার অধিকার যাত্রায় যোগ দিতে এসেছি। যাত্রাকে সমর্থন করার জন্য আমি বিহারের জনগণকে অভিনন্দন জানাতে চাই। সারা দেশে বিহারের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বিজেপি এবার বিহার থেকে বেরিয়ে যেতে চলেছে। তারা সংবিধানের অধিকারগুলিকে লঙ্ঘন করেছে"।

এরপরেই নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “ভোটের অধিকার, যা আমাদের, আমি খুশি যে বিহারের মানুষ, রাহুল গান্ধী এবং তেজস্বী যাত্রা বের করেছেন এবং নির্বাচন কমিশনের উপর একটি SIR পরিচালনা করার কাজ করেছেন, যা বিজেপির 'জুগাড় কমিশন' হয়ে উঠেছে।”

অখিলেশ অভিযোগ করেন, "ক্ষমতাসীন বিজেপির পক্ষে (জুগাড়) নির্বাচন কারসাজিতে লিপ্ত"। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, "আমাদের ইন্ডিয়া জোটের সমস্ত কর্মী নিশ্চিত করবেন যে ভোটারদের নাম ভুলভাবে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। ভোটের সময়, তারা নিশ্চিত করবে যে মানুষ ভয় বা ভীতি ছাড়াই তাদের ভোট দিতে পারবে”।

অন্যদিকে, অখিলেশ যাদবের যাত্রায় যোগ দেওয়ার পর তাঁকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেণুগোপাল। তিনি অখিলেশকে 'অটল মিত্র' বলে অভিহিত করেছেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in