

ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের আগেই বিজেপি প্রার্থীর বাড়ি থেকে আনুমানিক ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার করল বিএসএফ। ত্রিপুরা ইনফোর প্রতিবেদন অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ধানপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বাচ্চু মিঞার বাগান বাড়িতে হানা দেয় বিএসএফ ও পুলিশ। তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করেছে বিএসএফ। এই মাদকের মধ্যে ৩৫ কেজি গাঁজা ও ৩,৭৬০ বোতল ফেনসিডিল রয়েছে। বাজেয়াপ্ত করা মাদক বিএসএফ-র বল্লাদেপা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তবে মাদক উদ্ধার করে ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুষ্কৃতি বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।
ঘটনায় বিজেপিকে নিশানা করেছে বামেরা। সিপিআইএম জেলা সম্পাদক ভানুলাল সাহার প্রতিক্রিয়া, 'বিরোধীরা প্রার্থী পাচ্ছে না বলে বিজেপি দাবি করেছিল। এখন দেখাই যাচ্ছে সেই বিজেপি কাদের প্রার্থী করেছে। এই ঘটনাগুলো তারই প্রমাণ।'
প্রসঙ্গত, আগামী ৮ আগস্ট ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন। গণনা হবে ১২ আগস্ট। পঞ্চায়েত নির্বাচনের আগেই ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। গ্রাম পঞ্চায়েতের ৬,৩৭০ আসনের মধ্যে ৪,৫৫০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতিতে ২৩৫ এবং জেলা পরিষদের ২০ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। ২০১৯ সালে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৮৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু মাদক উদ্ধার হওয়ার ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন