টাকার দামে সর্বকালীন পতন, ২০ বছরে সর্বোচ্চ স্তরে ডলার সূচক, টাকার মূল্য কত?

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরে টাকার এই মূল্য পতন সর্বাধিক। আগামীতে টাকার দামে এই অবমূল্যায়ন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতীয় টাকার দামে সর্বকালীন পতন। বৃহস্পতিবার, মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৮০.৮৯ পয়সা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরে টাকার এই মূল্য পতন সর্বাধিক। আগামীতে টাকার দামে এই অবমূল্যায়ন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷

এক্সিস সিকিউরিটিজ (Axis Securities)-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলেছেন নবীন কুলকার্নি (Naveen Kulkarni) জানিয়েছেন, ‘আমেরিকার বাজারে ফেডারেল রিজার্ভের বেসিস রেট ৭৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে, আগামীতে এই ফেড রেট আরও বাড়তে পারে। যা দেখে মনে হচ্ছে, অন্যকিছুর সঙ্গে ভারতীয় মুদ্রার বাজার বেশ চাপে থাকবে।’

রাশিয়া ইউক্রেনে ৩ লক্ষ সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরেই বিশ্ব-রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। আর, এর প্রভাব পড়েছে অর্থনীতির বাজারে। ভারতীয় মুদ্রার পাশাপাশি ডলারের সূচকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুলকার্নি আরও জানান, ‘ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (FPI)-এর গতি বিপরীতমুখী। এটি বাজারের অস্থিরতা বাড়িয়ে তুলবে। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ সুদের হার ভারতসহ অন্যান্য দেশের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে তাদের অভ্যন্তরীণ মুদ্রার উপর চাপ রোধ করতে সুদের হার বাড়াতে বাধ্য করবে।’

গ্লোবাল ট্রেডিং সেন্টার, শিনহান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কুনাল সোধানি (Kunal Sodhani) জানান, প্রযুক্তিগত চার্ট অনুসারে DXY ১১২.৫০ পয়েন্ট, EURUSD ০.৯৭২০/৫০ পয়েন্ট, GBPUSD ১.১১৮০ পয়েন্ট ছাপিয়ে যেতে পারে। এমনকি, USDJPY ১৪৫.২০-র পয়েন্ট ছাপিয়ে যেতে পারে।

প্রতীকী ছবি
বাংলার মাটিতে বিজেপির বাড়বাড়ন্তের কারণ মমতা - কংগ্রেস নেতা জয়রাম রমেশের নিশানায় তৃণমূল নেত্রী
প্রতীকী ছবি
TV-তে ঘৃণাসূচক বক্তব্য প্রচার রুখতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, প্রশ্ন সুপ্রিম কোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in