রামনবমীর মিছিলে DJ বন্ধের নির্দেশ সরকারের, প্রতিবাদে কুর্তা ছিঁড়লেন BJP বিধায়ক, শুরু অনশনও

এই দাবি জানাতে গিয়ে বিজেপি বিধায়ক মনীশ এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, ‘জয় শ্রীরাম’, ‘জয় হনুমান’ স্লোগান দিতে গিয়ে নিজের পরনের কুর্তা ছিঁড়ে ফেলেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাম নবমীর মিছিলে ডিজে বন্ধের নির্দেশ ঘিরে উত্তাল ঝাড়খণ্ড বিধানসভা। মঙ্গলবার, বিজেপি বিধায়করা দাবি করেন, হিন্দু ভাবাবেগে আঘাত করছে ঝাড়খণ্ড সরকার। অন্যদিকে, সরকার পক্ষ জানায় পুজা অবশ্যই হবে, কিন্তু শব্দদূষণ চলবে না। ঝাড়খণ্ড সরকারের এই বক্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেন এক বিজেপি বিধায়ক। তিনি প্রশ্ন তোলেন- ‘এখানে কি তালিবানি শাসন চলছে?’

মঙ্গলবার, ঝাড়খণ্ড বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলছিল। এসময় বিজেপি বিধায়ক মনীশ জয়সওয়াল দাবি করেন, হাজারিবাগের রাম নবমী মিছিলে ডিজে (বড় মিউজিক সিস্টেম) বাজানোর অনুমতি দেওয়া হোক। এই দাবি জানাতে গিয়ে ওই বিজেপি বিধায়ক এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, ‘জয় শ্রীরাম’, ‘জয় হনুমান’ স্লোগান দিতে গিয়ে নিজের পরনের কুর্তা ছিঁড়ে ফেলেন।

তিনি বলেন, ‘রামনবমীতে ডিজে বন্ধের নির্দেশ দেওয়ায় হাজারিবাগে পাঁচ জন ব্যক্তি আমরণ অনশনে বসেছেন। অনেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে পুলিশ। ঝাড়খণ্ডে কি তালিবান শাসন চলছে?’

বিজেপি বিধায়ক জয়সওয়াল প্রশ্ন তোলেন, ‘রামনবমী উপলক্ষে যদি ডিজে বাজানো হয় তবে কী এমন ক্ষতি হবে?’ অভিযোগের সুরে তিনি বলেন, ‘আসলে হাজারীবাগে রাম নবমী মিছিলের ১০৪ বছরের পুরানো ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।’

অন্যদিকে, সরকার পক্ষ জানিয়েছে, ডিজে বাজানোর অনুমতি দেওয়া হবে না। ঝাড়খণ্ডের মন্ত্রী মিথিলেশ ঠাকুর অভিযোগ করেন, হাজারিবাগে রাম নবমীতে ডিজে বাজানোর দাবিতে যাঁরা অনশন করছেন তাঁরা প্রত্যেকেই বিজেপি কর্মী।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট ডেসিবেল মাত্রা নির্ধারণ করে দিয়েছে। ডিজের অনুমতি দিলে তা ভাঙবে। আমরা হিন্দু, মুসলিম, শিখ এবং খ্রিস্টান সমস্ত ধর্ম ও সম্প্রদায়কে সম্মান করি। আমরা রামের প্রকৃত ভক্ত।’

এই বিতর্কের মাঝেই বিধানসভার ওয়েলে নেমে কংগ্রেস বিধায়ক দীপিকা পাণ্ডে অভিযোগ করেন বিজেপি বিধায়কেরা তাঁকে ‘নগরবধূ’ বলে অপমান করেছেন।

প্রতীকী ছবি
মোদী-বিরোধী পোস্টারে ছেয়ে গেল দিল্লি - ১০০ FIR, ব্যাপক ধরপাকড় শুরু পুলিশের
প্রতীকী ছবি
DA দেওয়ার টাকা নেই! এক বছরে মন্ত্রী, MLA-দের জন্য সরকার খরচ করেছে ৫২ কোটি টাকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in