ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় নির্মীয়মাণ রেলওয়ে আন্ডারপাসে, মাটির তলে চাপা পড়ে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই), গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধানবাদ জেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে বালিয়াপুর থানার অন্তর্গত ছাতাকুলি গ্রামের কাছে।
প্রধানখুন্টা জংশন (Pradhankhunta Junction) ও সিন্দ্রি টাউন (Sindri Town) রেল সেকশনের মধ্যবর্তী অংশে বালিয়া এলাকায় তৈরি হচ্ছিল একটি রেলওয়ে আন্ডারপাস। সেখানে একটি বেসরকারি ঠিকাদার মারফত নিযুক্ত করা হয়েছিল ৬জন শ্রমিককে। তাঁরা সেখানে সারারাত জেগে সেই আন্ডারপাস নির্মাণের কাজ করছিলেন। সেই সময় নিকটবর্তী একটি রেললাইন দিয়ে একটি পণ্যবাহী ট্রেন অতিক্রম করার পরে সদ্য তৈরি আন্ডারপাসের বেশ খানিকটা অংশ ধসে যায়। এই দুর্ঘটনায় কর্মরত ৪ জন শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছেন।
খবর পাওয়া মাত্রই গ্রামের স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। উপস্থিত হন রেলের আধিকারিকরাও। মাটির নীচে থেকে চারজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা নিহতদের পরিবারকে চাকরি এবং আর্থিক সাহায্যের দাবি জানিয়ে রেললাইন অবরোধ করে। পরে সকাল ৫টা ৩০ নাগাদ পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে ও গ্রামবাসীদের তরফে সেই অবরোধ তুলে নেওয়া হয়। সিন্দ্রির উপ-পুলিশ সুপার অভিষেক কুমার জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত সমস্ত শ্রমিকরা বালিয়াপুর থানার অন্তর্গত কুলহি গ্রামের বাসিন্দা ছিলেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পর ধানবাদ রুট দিয়ে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ওই রুটের সমস্ত যাত্রী ও পন্যবাহী ট্রেন ঝাঁঝা-পটনা-দীনদয়াল উপাধ্যায় (Jhajha-Patna-Dindayal Upadhyay) রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন