

বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তেতুলমারি থানা এলাকায় একটি কয়লা খনিতে অবৈধ খননের সময় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু। আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সকাল ৬টা নাগাদ। ধানবাদ জেলার পশ্চিম মোদিদিহ কোলিয়ারিতে বি এস মাইনিং আউটসোর্সিং নামে একটি কোম্পানির খনন প্রকল্প চলছিল। সেই সময় খনির উপরের অংশ শ্রমিকদের ওপর ভেঙে পড়ে।
সূত্রের খবর, সকালে ১২ জনের বেশি শ্রমিক খনিতে প্রবেশ করেছিলেন কয়লা উত্তোলনের জন্য। সেই সময় ওই অংশের ছাদটি ধ্বসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজন শ্রমিকের। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহগুলিও উদ্ধার করেন।
যদিও বৃহস্পতিবার ঝাড়খণ্ড বিধানসভায় কার্যক্রম চলাকালীন বিজেপি বিধায়ক ধুল্লু মাহাতো দাবি করেন, দুর্ঘটনায় প্রায় ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁর প্রশ্ন, "জেলায় জেলায় খনিতে বিপুল পরিমাণ অবৈধ খনন কাজ চালানো হচ্ছে। প্রশাসন কবে এই বেআইনি কাজ বন্ধ করবে?"
তিনি এও দাবি করেন, ভারত কোকিং কোল লিমিটেডের (BCCL) আধিকারিকদের বিরুদ্ধেও মামলা করা হোক এবং মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা ও আহতের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ ও বিসিসিএল আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
-With IANS Inputs
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন