দিল্লির বেবি কেয়ার সেন্টারে আগুন
দিল্লির বেবি কেয়ার সেন্টারে আগুনছবি, এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট

Delhi: দিল্লির বেবি কেয়ার হাসপাতালে ভয়াবহ আগুন, ৭ সদ্যোজাতের মৃত্যু

People's Reporter: দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তাদের ফোনে জানানো হয় পূর্ব দিল্লির বিবেক বিহারের এক বেবি কেয়ার সেন্টারে আগুন লেগেছে।

শনিবার রাতে দিল্লির এক শিশু হাসপাতালে আগুনে পুড়ে মৃত্যু হল ৭ সদ্যোজাতর। গতকাল রাতে আচমকাই আগুন লেগে যায় ওই হাসপাতালে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুদের উদ্ধার করে। চিকিৎসা চলাকালীন এদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত বেশকিছু শিশুর এখনও চিকিৎসা চলছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ তাদের কাছে ফোন আসে। পূর্ব দিল্লির বিবেক বিহারের এক বেবি কেয়ার সেন্টারে আগুন লেগেছে বলে জানানো হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৮টি ইঞ্জিন। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন ওয়ার্ডে। বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল থেকে ১২ শিশুকে উদ্ধার করা হয়। দুর্ভাগ্যবশত আমরা সবাইকে বাঁচাতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা হাসপাতালে থাকা ১২টি শিশুকেই উদ্ধার করি। কিন্তু আমরা জানতে পারি ৬টি শিশুর মৃত্যু হয়েছে।

এই ঘটনায় বেবি কেয়ার হাসপাতালের মালিকের বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।  

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

দিল্লির বেবি কেয়ার সেন্টারে আগুন
Fire Accident: গুজরাটের গেমিং জোনে ভয়াবহ আগুন, ৯ শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে ২৮
দিল্লির বেবি কেয়ার সেন্টারে আগুন
Char Dham Yatra: চারধাম যাত্রার ১৬ দিনেই মৃত ৫২ জন পুণ্যার্থী, শীর্ষে কেদারনাথ, এতো মৃত্যুর কারণ কী?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in