Delhi: আপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দূষিত যমুনায় ডুব! হাসপাতালে ভর্তি বিজেপি সভাপতি

People's Reporter: যদিও এই ঘটনাকে ‘বিজেপির নাটক’ বলে অভিহিত করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই।
বীরেন্দ্র সচদেব
বীরেন্দ্র সচদেব ছবি - সংগৃহীত
Published on

দিল্লির আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দূষিত যমুনা নদীতে ডুব দিয়েছিলেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। তারপরেই তাঁর সারা গায়ে অস্বস্তিকর জ্বালা শুরু হয়, চুলকানি শুরু হয়। শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এটাকে ‘বিজেপির নাটক’ বলে অভিহিত করেছে আপ।

দিল্লির যমুনা নদীর দূষণের খবর প্রায়ই খবরের শিরোনামে থাকে। বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ভেসে আসায় নদীর জলে সাদা ফেনা দেখা যায়। যমুনা নদী স্নান করারও অনুপযোগী হয়ে উঠেছে। এমনকি দিল্লির জল পরিশোধন কেন্দ্রগুলিতেও অ্যামোনিয়া জাতীয় পদার্থের পরিমাণ বেড়েছে। 

বিজেপির অভিযোগ, যমুনা পরিষ্কারের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল, দিল্লির আপ সরকার তার অপব্যবহার করেছে। আপ ২০২৫ সালের মধ্যে যমুনাকে পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিল, সেকথাও বিজেপি স্মরণ করিয়ে দিচ্ছে।

এই পরিস্থিতিতে দিল্লির আপ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যমুনা নদীর কাছে ‘ক্ষমা চাইতে’ বৃহস্পতিবার নদীতে ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন দিল্লির বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব। আর তাতেই বাঁধে বিপত্তি। প্রথমে সারা গায়ে চুলকুনি ও র‍্যাশ বের হয় বীরেন্দ্রর। এর পর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাঁর। যার জেরে তাঁকে ভর্তি করা হয় দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে।

যদিও এই ঘটনাকে ‘বিজেপির নাটক’ বলে অভিহিত করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকার দূষণ নিয়ে কোনও পদক্ষেপ না করার জন্যই দূষিত হচ্ছে যমুনা।

বীরেন্দ্র সচদেব
Tanmoy Bhattacharya: "আমরা এগুলো ক্ষমার চোখে দেখি না" - তন্ময়কে সাসপেন্ড করে জানালেন মহম্মদ সেলিম

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in