
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বৃদ্ধি করে আগামী ২৪ ঘন্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী দু’দিন ধরে আরও শক্তি বৃদ্ধি করে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
মঙ্গলবার সকালে মৌসম ভবন জানিয়েছে, এদিন সকাল ৮ টা নাগাদ গভীর নিম্নচাপটি অবস্থান করছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর নাগাপত্তিনম থেকে ৫৯০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, পুদুচেরি থেকে ৭১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৮০০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে।
মৌসম ভবনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ২৬ এবং ২৭ নভেম্বর তামিলনাড়ু এবং পুদুচেরিতে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৩০ নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে।
অন্যদিকে, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমার কোনও কোনও জায়গায় ২৮-৩০ নভেম্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর মায়িলাদুথুরাই, নাগাপত্তিনম, তিরুভারুরে বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। কুড্ডালুর, আরিয়ালুর, তাঞ্জাভুর, পুডুক্কোটাই, ভিল্লুপুরম, শিবগঙ্গা, চেন্নাই, তিরুভাল্লুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতে মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন