Chhattisgarh: ঘুমন্ত সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি CRPF জওয়ানের, নিহত এক বাঙালি সহ ৪, আহত ৩

পুলিশ সূত্রে জানা গেছে, আহত জওয়ানদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এয়ারলিফট করে রায়পুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রিতেশ রঞ্জন নামের অভিযুক্ত জওয়ানকে আটক করা ‌হয়েছে।
আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছেছবি সংগৃহীত

ঘুমন্ত সহকর্মীদের ওপর সরাসরি গুলি চালালেন এক সিআরপিএফ জওয়ান। এই ঘটনায় চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া থানার লিঙ্গমপল্লি শিবিরে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহত জওয়ানদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এয়ারলিফট করে রায়পুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রিতেশ রঞ্জন নামের অভিযুক্ত জওয়ানকে আটক করা ‌হয়েছে।

অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত জওয়ান রিতেশ রঞ্জনের ভোর ৪টে থেকে ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল। ডিউটির জন্য প্রস্তুত হওয়ার সময় ৩টা ২৫মিনিট নাগাদ ব‍্যারাকে ঘুমিয়ে থাকা সহকর্মীদের উপর এলোপাথাড়ি গুলি চালান তিনি।

তবে গুলি চালানোর সঠিক কারণ কী তা এখনও জানা যায়নি বলে সুকমা জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে।

নিহত জওয়ানরা হলেন - রাজীব মন্ডল, রাজমণি কুমার যাদব, ধনজি এবং ধর্মেন্দ্র কুমার। রাজীব মন্ডল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের বাসিন্দা। বাকি তিনজন বিহারের বাসিন্দা।

এক সিনিয়র সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, কিছুদিন আগে কিছু ব‍্যক্তিগত বিষয় নিয়ে সহকর্মীদের সাথে ঝামেলা হয়েছিল রিতেশ রঞ্জনের। তবে তা অত‍্যন্ত সামান্য বিষয় ছিল। সেই ঘটনার সাথে আজকের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

হেফাজতে নিলেও এখনো মুখ খোলেনি রিতেশ বলে জানিয়েছেন তাঁর সিনিয়ররা। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

-With IANS Inputs

আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
Chattisgarh: পুলিশ ক্যাম্প তোলার দাবীতে অনড় বস্তারের সিলগার গ্রামের অধিবাসীরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in