
দিল্লিতে ৬ দিনের লকডাউন ঘোষণায় ফিরে এলো এক বছর আগের ছবি। গতকাল রাত ১০টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ৬ দিনের লকডাউন। চলবে আগামী ২৬ এপ্রিল ভোর পর্যন্ত। কিন্তু গতকাল লকডাউনের ঘোষণার পরেই আতঙ্কিত অভিবাসী শ্রমিকরা নিজেদের বাড়ির দিকে ফেরার চেষ্টা করতে শুরু করেন। দিল্লি সংলগ্ন রেল স্টেশন, বাস স্ট্যান্ডে ভিড় জমে যায়।
গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন – লকডাউন হলেও আতঙ্কের কিছু নেই। যদিও তাঁর ‘হাম হ্যায় না’ তে ভরসা রাখতে পারেনি অভিবাসী শ্রমিকরা। একইভাবে অভিবাসী শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব। অভিবাসী শ্রমিকদের উদ্দেশ্যে তিনি জানান – আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। আপনারা কাজ হারানোর আশঙ্কায় দিল্লি ছেড়ে যেতে চাইছেন। আমরা আশ্বস্ত করছি আপনারা দিল্লিতেই থাকুন। আমরা আপনাদের দেখাশোনা করবো।
যদিও তাঁদের কথায় ভরসা না রেখেই ফের লকডাউনের বিপর্যয়ের আশঙ্কায় দুপুর থেকেই তাঁরা নিজের নিজের বাড়ি ফেরার চেষ্টা করতে শুরু করেন। পুলিশ সূত্র অনুসারে শুধু আনন্দ বিহার বাসস্ট্যান্ডেই ৫ হাজারের বেশি মানুষের ভিড় ছিলো। যারা বাড়ি ফিরতে চাইছিলেন।
এক্ষেত্রে অভিবাসী শ্রমিকদের বক্তব্য, সরকার এখন ৬ দিনের লকডাউন ঘোষণা করলেও পরে এই লকডাউন বেড়ে যেতে পারে। এর আগের বারেও একই জিনিস হয়েছিলো। তাই এবারে আর আগের মত বিপদে পড়তে চাই না। তাঁদের আরও বক্তব্য, সরকার যদি ৬ দিন পরে এই লকডাউন আরও বাড়িয়ে দেয় তখন আমরা কী খাবো? আগের বারেও সরকার ঠিক একই কাজ করেছিলো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন