UP: উত্তরপ্রদেশ বিধানপরিষদ সদস্যদের ৩২ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সমীক্ষা ADR-র

ADR-এর সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ বিধানপরিষদের সদস্যদের ১০০ জনের মধ্যে ৮১ জনের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা আছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

উত্তরপ্রদেশ বিধান পরিষদের ৩২ শতাংশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ইলেকশন ওয়াচ ADR-এর সমীক্ষায় এমনই তথ্য উঠে আসছে।

ADR-এর সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ বিধানপরিষদের সদস্যদের ১০০ জনের মধ্যে মোট ৮১ জনের বিরুদ্ধে আর্থিক ও ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ২৬ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা আছে। হলফনামায় নিজেরাই একথা জানিয়েছেন তাঁরা।

বর্তমানে উত্তরপ্রদেশ বিধান পরিষদের দুটি আসন খালি রয়েছে। সাত সদস্যের হলফনামার কোনও বিশ্লেষণ করা হয়নি। পরিষদের ১০ জন সদস্যের হলফনামা জমা দেওয়ার প্রয়োজন হয়নি। যার ফলে পাবলিক ডোমেনে তাঁদের আর্থিক ও ফৌজদারি মামলার বিষয়ে কিছুই উল্লেখ নেই।

ADR-এর সমীক্ষানুযায়ী, ৩ জন পরিষদ নিজেদের বিরুদ্ধে হত্যা মামলার উল্লেখ করেছেন (IPC section 302)। ৪ জন পরিষদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা আছে (IPC section 307)।

দলের নিরিখে দেখা যাচ্ছে বিজেপির ৬৬ জন পরিষদের মধ্যে ২২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সমাজবাদী পার্টির ৭ জনের মধ্যে ৩ জন পরিষদের বিরুদ্ধে ফৌজদারি মামলার উল্লেখ আছে। এছাড়াও নির্দলের ৬ জনের মধ্যে ১ জন পরিষদ ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন।

ADR-এর তথ্য অনুযায়ী, ৮১ জন পরিষদের মধ্যে ৬৬ জন কোটিপতি। ঐ ৬৬ জনের মধ্যে ৫৪ জন বিজেপির। ৬ জন পরিষদ সমাজবাদী পার্টির। আপনা দলের ১ জন এবং ৫ জন নির্দলের।

সমীক্ষায় জানা গেছে ১৩ জন বিধান পরিষদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। ৬৬ জন পরিষদ জানিয়েছেন তাঁরা স্নাতক বা তার থেকেও উচ্চ ডিগ্রিধারী। ১ জন পরিষদের শিক্ষাগত যোগ্যতা জানা যায়নি। যদিও তিনি হলফনামায় নিজেকে শিক্ষিত বলে দাবি করেছেন।

প্রতীকী ছবি
Presidential Election: রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানকারী MP/MLA-র ৪৪% বিরুদ্ধে ফৌজদারি মামলা - ADR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in